নিজস্ব প্রতিবেদন: ২০০৫এ 'লাকি:নো টাইম ফর লাভ' ছবিতে সলমান খানের নায়িকা স্নেহা উল্লাল কে মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন যাঁকে কিনা আপনারা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তুলনা করতেন, সেই স্নেহা উল্লালের কথাই বলছিলাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অসুস্থতার কারণে হাসপাতালে সম্প্রতি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে থাকাকালীন নিজের ছবিও শেয়ার করেছিলেন তিনি। তাঁর ক্যাপশান থেকে জানা যাচ্ছে তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন, সেকারণেই তাঁরে ভর্তি করা হয়। স্নেহা লিখেছেন "জীবনে প্রথম বার হাসপাতালে ভর্তি হলাম। প্রচণ্ড জ্বর হয়েছিল। কোনো ওষুধেই কমছিল না। ভয় হচ্ছিল। কিন্তু এখন আমি কিছুটা সুস্থ। তবে এখন আমি অনেকটাই সুস্থ আছি। আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। তবে নেটফ্লিক্স আর কিছু কাছের মানুষ দের জন্য সময় কেটে যাবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে চাই। সবাই সুস্থ থাকুন।"


আরও পড়ুন-অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকী: বিশেষ ছবি শেয়ার করলেন অভিষেক



তবে স্নেহা উল্লালের আরও একটি পোস্ট থেকে জানা যাচ্ছে তিনি ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন। 



প্রসঙ্গত ২০১৬ তে অটোইমিউন ডিসঅর্ডার-এ আক্রান্ত হওয়ার কারণে বহুদিন অভিনয় থেকে নিজেকে বিরত রেখেছিলেন স্নেহা। পরবর্তীকালে ফের কাজ শুরু করেছেন। 


আরও পড়ুন-রুমা গুহ ঠাকুরতার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর