ওয়েব ডেস্ক: আবার বিতর্কে সলমন খান। বিতর্ক আর সলমন খান যেন সমার্থক হয়ে গেছেন। এবার সল্লু মিঁয়া মেজাজ হারালেন বিমান বন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 
আজ, সোমবার বিমানে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল সুলতানের। কিন্তু তিনি নিজেই অনেক দেরি করে বিমান বন্দরে আসেন। সেই কারণেই তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। আর এতেই চরম চটে যান ভাইজান।


সলমনের উইশের উত্তরে কী বললেন ক্যাটরিনা?


এতটাই ক্ষেপে গিয়েছিলেন সল্লু, যে বিমান বন্দরের কর্মীদের সঙ্গে রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দেন তিনি। তবে শেষে অন্য আরেকটি বিমান ধরে রাজধানীর উদ্দেশ্যে উড়ে যান তিনি। এই বিষয়ে সলমন বা বিমান বন্দর কোনও তরফ থেকেই কোন সরকারি বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু তবুও, নায়কের এই ধরনের নিয়ম বির্ভুত আবদার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠছে তাঁর 'বেপরোয়া' হাবভাব নিয়ে।


বলিউডের পাঁচটা 'চরম বিতর্কিত' সেক্স-স্ক্যান্ডাল