নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছর গণেশ চতুর্থীতে মেতে ওঠে খান পরিবার। সেলিম খান, সালমা খান থেকে শুরু করে অর্পিতা খান শর্মা কিংবা আলভিরা খান, গণেশ বন্দনায় মেতে ওঠেন পরিবারের প্রত্যেকে। বুঝতেই পারছেন সলমনের বাড়ির গণেশ পুজোর কথাই বলা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মারের চোটে কেটে গেল মুখ, বন্ধুর বিরুদ্ধে এফআইআর জনপ্রিয় অভিনেত্রীর
প্রত্যেক বছরের মতো এবারও গণেশ বন্দনায় মেতে ওঠেন সলমন খানের পরিবারের প্রত্যেকে। অর্পিতা খানের বিয়ের পর থেকে তাঁর বাড়িতেও গণেশ বন্দনার আয়োজন করা হয়। সেখানেই হাজির হন খান পরিবারের প্রত্যেকে। গণেশ বন্দনার পর এবার সলমন খান-কে দেখা গেল বিসর্জনের সময় পরিবার এবং বন্ধুদের নিয়ে ঢাক, ঢোলের সঙ্গে কোমর দোলাতে। গণেশ বিসর্জনের সময় খান বাড়িতে হাজির হন স্বরা ভাস্কর, ডেইজি শাহ, মৌনী রয়সহ বলিউডের একাধিক অভিনেত্রী। তাঁদের সঙ্গেই মারাঠা ব্যান্ডের সঙ্গে নাচতে দেখা যায় বলিউড 'ভাইজানকে'।
দেখুন সেই ভিডিয়ো...


 







গণেশ বিসর্জনের আগে প্রথমে বাপ্পার আরাধনা করেন সালমা খান। মায়ের পর ভাগ্নে আহিলকে কোলে নিয়ে আরতি সারেন সলমন খান। এরপর আরবাজ খান, আলভিরা খান, সোহেল খান, প্রত্যেককে দেখা যায় গণেশ বিসর্জনের আগে আরতি করতে।