নিজস্ব প্রতিবেদন : আপাতত স্বস্তি। হরিণ শিকার মামলায় জামিন পেলেন সলমন খান। ৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকা দিয়ে এদিন সলমনের জামিন মঞ্জুর করে যোধপুর আদালত। আজ, (শনিবার) সন্ধেয় জেল থেকে ছাড়া পাবেন তিনি। বিদেশে যাওয়ার আগে অনুমতি নিতে হবে আদালতের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০ বছর আগে রাজস্থানের কঙ্কনি গ্রামে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং করতে গিয়ে বিরল প্রজাতির হরিণ শিকার করেন সলমন খান। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তাঁকে ৫ বছরে জেলের সাজা শুনিয়েছেন আদালত। তবে আদালতের কাছে জামিনের আবেদন করেন ভাইজানের আইনজীবী। এদিন (শনিবার) ছিল সলমনের জামিনের আবেদনের শুনানি। তাঁর সেই জামিন মঞ্জুর করেন যোধপুর সেশনস কোর্টের বিচারক রবীন্দ্র জোশি। 


টানা ২ দিন জেলে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন টাইগার। তবে আগামী ৭মে ফের আদালতে হাজিরা দিতে হতে সল্লুকে।