Salman Khan: কলকাতা কাঁপবে...আসছেন Kisi Ka Bhai Kisi Ki Jaan ! ইস্টবেঙ্গলে জ্বলবে `টাইগার` মশাল
Salman Khan is coming to Kolkata for Da- Bangg The Tour: প্রতীক্ষার অবসান। আগামী ১৩ মে সলমান খান কলকাতায় পারফর্ম করতে চলেছেন। `দাবাং ট্যুর`-এর ঢাকে কাঠি পড়ে গেল। সলমান-সোনাক্ষীদের শুধু মাঠে নামার অপেক্ষা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে খবরের অপেক্ষায় বুক বাঁধছিলেন ফ্যানরা। অবশেষে সেই পাকা খবর চলে এল। কলকাতা কাঁপাতে সদলবলে আসছেন সলমান খান (Salman Khan)। আগামী ১৩ মে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে আগুনে শোয়ের জন্য দিন গুনছেন 'কিসি কা ভাই কিসি কী জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। ১২ মে শহরে পা রাখবেন 'ভাইজান'। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee, Chief Minister of West Bengal) সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন সলমান। বলিউড মহানক্ষত্রের কলকাতা সফর 'দাবাং ট্যুর'-এর (Da- Bangg The Tour) অঙ্গ। লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাবের শতবর্ষ উদযাপন চলছে। অগনিত সমর্থকদের জন্য এই বিশেষ উপহার। দ্রুত এই মেগা শোয়ের টিকিট বিক্রি শুরু হবে। দেখতে গেলে গত ৩ এপ্রিল সলমানের শোয়ের সবুজ সংকেত চলে এসেছিল। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ন'সদস্যের বিশেষ প্রতিনিধি দল ইস্টবেঙ্গল মাঠ খুঁটিয়ে দেখে গিয়েছিল। লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারের সঙ্গেও আলোচনা করেন প্রতিনিধিরা।
আরও পড়ুন: Ritabhari Chakraborty | Salman Khan: সলমান-ইমরানের সঙ্গে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে ঋতাভরী…
সলমনের সঙ্গে আসছেন বলিউডের একঝাঁক তারকারা। স্টেজ মাতাবেন অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং গায়ক গুরু রন্ধাওয়া। জমকালো এক সন্ধের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা। জানা গিয়েছে ইতিমধ্যেই অনুষ্ঠানের জন্য পুলিসের অনুমতি পেয়েছেন আয়োজকরা। তালিকায় একাধিক ভেন্যু থাকলেও আয়োজকরা ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নিয়েছেন। তাই লাল-হলুদ তাঁবুতে সলমনের নাচে জমজমাট হয়ে উঠতে চলেছে ১৩ মে’র রাত। 'দাবাং ট্যুর'-এর ঢাকে কাঠি পড়ে গেল। লাল-হলুদের শতবর্ষ উদযাপনের উপলক্ষে সলমান অ্যান্ড কোং পারফর্ম করবেন। এমন খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। তবে সেই খবর এবার সত্যি হতে চলেছে। সলমানের ফ্যানরা সারা বিশ্ব জুড়ে রয়েছেন। কলকাতাতেও ভাইজান বলতে অজ্ঞান কোটি কোটি অনুরাগী। তাঁদের এখন থেকেই দিন গোনা শুরু হয়ে গেল। সলমান মানেই ম্যাজিক, সলমান মানেই মন্ত্রমুগ্ধতা। আমির খান পর্যন্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, সলমান এমনই একজন যে ঘরে ঢুকলেই মনে হয়, এবার স্টার এসে গিয়েছে। এটাই সলমানের ক্যারিজমা। এবার কলকাতার মোহিত হওয়ার পালা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)