জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুনের হুমকি পাওয়ার একমাস পর মুম্বইয়ের পুলিস কমিশনারের সঙ্গে দেখা করলেন অভিনেতা সলমন খান (Salman Khan)। শুক্রবার বিকেলে পুলিস কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের কাছে বন্দুক রাখতে চান বলি অভিনেতা। সেজন্য পুলিস কমিশনারের কাছে লিখিত আবেদন জানান তিনি। শুক্রবার বিকেলে মুম্বইয়ের পুলিস কমিশনারের সঙ্গে দেখা করেন সলমন খান (Salman Khan। দক্ষিণ মুম্বইয়ের তাঁর দফতরে যান অভিনেতা। ব্যক্তিগত বন্দুক রাখার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি।


জুন মাসে হাঁটতে বেরিয়ে প্রাণনাশের হুমকি পান সলমন খানের বাবা সেলিম খান। সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়। এরপর বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করে খান পরিবার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)