Salman Khan, Birthday, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ২৭ ডিসেম্বর, মঙ্গলবার ৫৭-তে পা দিলেন বলিউডের ভাইজান দেব। জন্মদিনে সল্লুকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন সতীর্থ থেকে শুরু করে অনুরাগীরা। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সলমনের নিজের হাতে লেখা একটি চিঠি। যেটি অবশ্য তাঁর সাম্প্রতিক কালের লেখা নয়। এই চিঠি তিনি লিখেছিলেন, ১৯৮৯-এ 'ম্যায়নে পেয়ার কিয়া' মুক্তির ৪ মাস পর। সলমনের এক অনুরাগীই ভাইজানের নিজের হাতে লেখা চিঠি ট্যুইটারে শেয়ার করেছিলেন। তারপরই সেটি ভাইরাল হয়...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিঠিতে ঠিক কী লিখেছিলেন সলমন খান?


'বন্ধুরা, আপনারা যদি আমার সম্পর্কে জানতে চান, তাহলে বলব, এখানে এই সামান্য কিছুই আমি আপনাদের কাছে চাই। প্রথমত, আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের কাছে ধন্য। আমি ভালো চিত্রনাট্য কাজ করার চেষ্টা করছি এবং আমার বিচার অনুযায়ী মনোনিবেশ করছি। কারণ, আমি জানি যে আমি এখন যা কিছু করব তা 'ম্যায়নে পেয়ার কিয়া'-এর সঙ্গে তুলনা করা হবে। তাই যখনই আপনি কোনও নতুন ছবির  ঘোষণা শুনবেন, নিশ্চিন্ত থাকুন যে এটি একটি ভালো ছবি হতে চলেছে এবং আমি তাতে আমার ১০০ শতাংশ দেব। আমি আপনাদের ভালোবাসি এবং আশা করি, আপনারাও আমাকে এভাবেই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে আর ভালোবাসবেন না, আমার ছবি দেখবেন না, সেদিনই আমার ক্যারিয়ারের শেষ। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আমার কিছু বলার নেই, আপনারা সেটা ইতিমধ্যেই জানেন।'


আরও পড়ুন-বিদায় তুনিশা, শেষকৃত্য চলাকালীন জ্ঞান হারালেন অভিনেত্রীর মা...



সলমনের লেখা এই চিঠি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রসঙ্গত, 'ম্যায়নে পেয়ার কিয়া'র পর 'হাম আপকে হ্যায় কৌন?', 'হাম সাথ সাথ হ্যায়', 'প্রেম রতন ধন পায়ো'-র সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ভাইজান অভিনীত 'টাইগার- থ্রি' ও 'কিসি কি ভাই, কিসি কি জান'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)