নিজস্ব প্রতিবেদন: সিনেমা থেকে বেরিয়ে গেলেন সলমন খান। ফলে পরিচালক সঞ্জয় লীলা বনশালি বন্ধ করে দিলেন 'ইনশাল্লাহ'-র শ্যুটিং। যদিও কী কারণে সঞ্জয় লীলা বনশালি ছবির শ্যুটিং বন্ধ করে দিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মলদ্বীপের সৈকতে বিকিনিতে হাজির নেহা, জন্মদিনে অন্যরূপে অভিনেত্রী


সূত্রের খবর, সলমন ও সঞ্জয় লীলা বনশালি দু'জনে একসঙ্গে 'ইনশাল্লাহ'-র শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছর সেপ্টেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। এমনকি বিভিন্ন স্টুডিয়োতে সেটও তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত 'ইনশাল্লাহ'-র শ্যুটিং বন্ধ করে, সেখানে অন্য কোনও ছবির শ্যুটিং শুরু করা হবে বলে জানা যাচ্ছে। 


এদিকে স্পটবয়-এর খবর অনুয়ায়ী, ইদে মুক্তি পাওয়ার কথা থাকায়, শ্যুটিং শেষ করতে হত ৮ মাসের মধ্যেই। সেই অনুযায়ী আগামী ৮ মাসের মধ্যে কিছুতেই শ্যুটিং সম্পূর্ণ করা সম্ভব নয়। সেই কারণেই আপাতত 'ইনশাল্লাহ' তৈরি থেকে পিছিয়ে আসেন সলমন, বনশালি।


আরও পড়ুন: 'ওয়ার'-এ মুখোমুখি লড়াইয়ে হৃত্বিক, টাইগার, দেখুন ট্রেলার




সম্প্রতি ট্যুইট করে ভাইজান জানান, 'ইনশাল্লাহ' বন্ধ হয়ে গেলেও আগামী ইদে অন্য ছবিতে দেখা যাবে তাঁকে। সলমনের প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে সেই ছবি। এছাড়া এই মুহূর্তে 'দাবাং থ্রি' নিয়ে ব্যস্ত সলমন খান।