নিজস্ব প্রতিবেদন: ইসাবেল কাইফের প্রশংসায় পঞ্চমুখ সলমন খান।  প্রকাশ্যেই ক্যাটরিনার বোনের প্রশংসা করতে দেখা যায় বলিউড ভাইজানকে।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইসাবেল কাইফের প্রশংসা শুরু করেন সলমন। তিনি বলেন, ''আরে বাহ ইসাবেল, খুব সুন্দর গান এবং তোমায় খুব সুন্দর লাগছে। অনেক শুভেচ্ছা।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : নাচতে লজ্জা করে না? আইন নিয়ে মজা শুরু করেছেন? ভারতীকে জোর আক্রমণ নেট জনতার


বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি মুক্তি পায় ইসাবেলের নতুন মিউজিক ভিডিয়ো ''মাশাল্লাহ''। ওই ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন সলমন খান এবং তারপরই ক্যাটের বোনের প্রশংসা করেন তিনি। সলমনের মুখে ইসাবেলের প্রশংসা শুনে, ভাইজানের ভক্তরাও ক্যাটের বোনকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁর নতুন কাজ নিয়ে।


 



প্রসঙ্গত,ক্যাটরিনার মতো তাঁর বোন ইসাবেল কাইফও বলিউডে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে ভারতে আসেন। বেশ কয়েকটি মডেলিং-সহ শো করলেও, বি টাউনে সেভাবে নিজের পসার জমাতে পারেননি ইসাবেল। ক্যাটরিনার নিজে ইসাবেলকে নিয়ে অনেক জায়গায় গেলেও, সেভাবে এখনও পরিচিতি পারননি অভিনেত্রীর বোন। এবার দেখা যাক, ক্যাটরিনার মতো করে সলমন এবার প্রাক্তন প্রেমিকার বোনের কেরিয়ারও গুছিয়ে দেন কি না।


আরও পড়ুন :হিন্দু রীতিতে প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে তিনি সৌভাগ্যবান, বললেন নিক


এদিকে সবে সবে ''রাধে''-র শ্যুটিং শেষ করেছেন সলমন খান। ওই সিনেমায় দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। রাধে-র পর সলমনের হাতে কোন প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। বর্তমানে বিগ বস ১৪-র শ্যুট করছেন সলমন। গোরেগাঁও ফিল্মসিটিতে হচ্ছে বিগ বস ১৪-র শ্যুটিং। করোনার জেরে বাড়ি থেকে ফিল্মসিটিতে প্রত্যেক সপ্তাহে গিয়ে শ্যুটিং করছেন বলিউড সুপারস্টার।