হিন্দু রীতিতে প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে তিনি সৌভাগ্যবান, বললেন নিক

Dec 03, 2020, 14:23 PM IST
1/5

বিয়ের ২ বছর পূর্তিতে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ভালবাসা জানালেন নিক জোনাস। খ্রিস্টান রীতির পাশাপাশি হিন্দু রীতি মেনে প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নিক। যা নিয়ে বেজায় খুশি তিনি। বিয়ের ২ বছর পূর্তি উপলক্ষ্যে 'হিন্দু অ্যানিভারসারি' বলে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান মার্কিন পপ তারকা। নিক বলেন, প্রিয়াঙ্কাকে স্ত্রী হিসেবে পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। পাশাপাশি ভারতীয় ঐতিহ্য মেনে হিন্দু রীতিতে যে তাঁদের বিয়ে হয়েছে, তার জন্যও তিনি খুশি

2/5

নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়াঙ্কাকে উপলক্ষ্যে করে নিজের মনের ভাব প্রকাশ করেন নিক জোনাস। মার্কিন পপ তারকার পাশাপাশি বিয়ের ২ বছর পূর্তিতে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন পিগিও 

3/5

২০১৮ সালে রাজস্থানের উমেদ ভবনে রাজকীয়ভাবে বসে নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর। নিক-প্রিয়াঙ্কার বিয়েতে ঘনিষ্ঠরা হাজির হন। 

4/5

বিয়ের পর দিল্ল এবং মুম্বইতে পরপর ৩ বার বসে তাঁদের রিসেপশন 

5/5

বিয়ের ২ বছর পূর্তিতে লন্ডনে পাড়ি দেন নিক-প্রিয়াঙ্কা, সেখানেই কাটে তাঁদের বিবাহ বার্ষিকী। সেই ছবিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, নিকই তাঁর প্রকৃত হিরো বলেও মন্তব্য করেন অভিনেত্রী