জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল খবরটা। অবশেষে সেটা সত্যি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১৩ মে কলকাতা কাঁপিয়ে দেবেন 'বজরঙ্গি ভাইজান'। হ্যাঁ ঠিক ধরেছেন। সলমান খানের (Salman Khan) কথাই লিখছি। মে মাসে তিলোত্তমায় পা রাখতে চলেছেন 'টাইগার'। এখানে এসে বলিউডের কয়েকজন তারকার সঙ্গে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাল-হলুদের শতবর্ষ উদযাপনের উপলক্ষে সলমান তাঁর অন্য কলাকুশলীদের সঙ্গে পারফর্ম করবেন। এমন খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। তবে সেই খবর এবার সত্যি হতে চলেছে। তাঁর সঙ্গে পারফর্ম করবেন একঝাঁক তারকা। একইসঙ্গে এখানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister Of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও দেখা করতে পারেন সলমান। 


আরও পড়ুন: Priyanka Chopra: 'কালো বলে আমাকেও রং মাখিয়ে সাদা করা হয়েছিল'!


আরও পড়ুন: Suhana Khan | Agastya Nanda: শাহরুখ-কন্যা সুহানাকে চুমু ছুড়ে দিলেন বচ্চন-নাতি অগস্ত্য! তারপর...


সলমনের সঙ্গে স্টেজ মাতাবেন অভিনেত্রী পূজা হেগরে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। অর্থাৎ জমকালো এক সন্ধের সাক্ষী থাকবেন সলমনপ্রেমীরা। শোনা যাচ্ছে ইতিমধ্যেই অনুষ্ঠানের জন্য পুলিসের অনুমতি পেয়েছেন আয়োজকরা। তালিকায় একাধিক ভেন্যু থাকলেও আয়োজকরা ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নেয়। তাই লাল-হলুদ তাঁবুতে সলমনের নাচে জমজমাট হয়ে উঠতে চলেছে ১৩ মে’র রাত। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)