নিজস্ব প্রতিবেদন : মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম কাহিনী দেখানো হবে না রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’-তে। সিনেমার শুটিংয়ের সময় থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল বিভিন্ন সময়ে। ফলে ‘সঞ্জু’-তে টেলি অভিনেত্রী করিশ্মা তান্না অভিনয় করছেন বলে শোনা গেলেও, তাঁর লুক প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু, ‘সঞ্জু’-র মুক্তির ১০ দিন আগে এবার প্রকাশ্যে এল করিশ্মা তান্নার লুক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ঐশ্বর্য রাই-কে এমনভাবে দেখেছেন কখনও!


রণবীর কাপুর, করিশ্মা তান্নার পাশাপাশি ‘সঞ্জু’-র ওই ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা বিকি কৌশলকে। করিশ্মা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করলেও, তিনি কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে কিছুই খোলসা করেননি। তবে করিশ্মার লুক ভাল করে দেখলে, আপনার ‘খলনায়ক’-এর মাধুরী অর্থাত গঙ্গার কথা মনে পড়বে অনেকাংশে।


আরও পড়ুন : আলিয়ার উপর অধিকার শুধু রণবীরের?


দেখুন ‘সঞ্জু’-তে রণবীর কাপুর, করিশ্মা তান্না এবং বিকি কৌশলকে এক ফ্রেমে..