লড়ছেন মহামারীর সঙ্গে, পুলিস কর্মীদের রান্না করে খাওয়াচ্ছেন জনপ্রিয় গায়িকা
অর্থ সংগ্রহের কাজও শুরু করেছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী
নিজস্ব প্রতিবেদন: করোনা মহামারীর সঙ্গে লড়াই করতে দিন-রাত এক করে কাজ করছেন পুলিস কর্মীরা। আত্মীয় পরিজন, বন্ধুদের কাছ থেকে দূরে সরে টানা কাজ করে যাচ্ছেন তাঁরা। হাজার সমস্যার মধ্যে পড়েও কর্তব্য থেকে যাঁরা সরে যাচ্ছেন না, এবার সেই পুলিস কর্মীদের সাহায্য করতে এগিয়ে এলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী স্বপ্না চৌধুরী।
আরও পড়ুন : ছেলের সঙ্গে ছবি, ফের সমালোচনার মুখে শ্রাবন্তী
হরিয়ানার জনপ্রিয় গায়িকা স্বপ্নাকে এবার যাচ্ছে, পুলিস কর্মীদের জন্য রান্না করতে। সোশ্যাল হ্যান্ডেলে স্বপ্নাকে নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দিল্লির নজফগড়ের পুলিস কর্মীদের জন্য সবজি কেটে, রান্না করতে দেখা যায় স্বপ্নাকে। শুধু তাই নয়, পুলিস কর্মীদের জন্য পুরি তৈরি করতেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন : লকডাউনের মধ্যে বাস জোগাড় করে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন সোনু সুদ
দেখুন সেই ভিডিয়ো...
এসবের পাশাপাশি করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন স্বপ্না। কোভিড ১৯-এর সঙ্গে লড়াই জারি রাখতে অর্থ সংগ্রহের কাজও শুরু করেন এই গায়িকা।