লকডাউনের মধ্যে বাস জোগাড় করে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন সোনু সুদ

May 11, 2020, 17:50 PM IST
1/6

পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে এবার বড় পদক্ষেপ নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। 

2/6

রিপোর্টে প্রকাশ, মহারাষ্ট্র সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে ১০টি বাসে করে বেশ কিছু পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিচ্ছেন বলিউড অভিনেতা । স্ট্যান্ডে নিজে হাজির হয়ে পরিযায়ী শ্রমিকদের বাসে তুলে দেন সোনু 

3/6

মুম্বই থেকে বাসে করে কর্ণাটকে নিজেদের বাড়িতে পৌঁছচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের মধ্যে বাস জোগাড় করে সমস্ত খরচ বহন করে তাঁদের ঘরে পৌঁছে দিচ্ছেন সিম্বা অভিনেতা। মহারাষ্ট্র এবং কর্ণাটক সরকারের সঙ্গে কথা বলে, অনুমতি নিয়ে তবেই ওইসব শ্রমিকদের মুম্বই থেকে কর্ণাটকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন সোনু 

4/6

সোনু বলেন, লকডাউনের মধ্যে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের মতো পরিযায়ী শ্রমিকদেরও অধিকার রয়েছে, নিজের পরিবারের কাছে পৌঁছনোর। সেই কারণেই বিশেষ অনুমতি নিয়ে ১০টি বাসের ব্যবস্থা করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা 

5/6

মহারাষ্ট্রের থানে থেকে ওই ১০টি বাস ছাড়ে, কর্ণাটকের গুলবার্গ পর্যন্ত যাবে সেগুলি 

6/6

শুধু মহারাষ্ট্রের জন্য নয়, নিজের যতটুকু সাধ্য এবং ক্ষমতা রয়েছে, তা কাজে লাগিয়ে অন্য রাজ্যেরও বেশ কয়েকজন আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছনোর ব্যবস্থা করবেন বলে জানান সোনু সুদ