নিজস্ব প্রতিবেদন: বলিউডের রোম্যান্টিক হিরো হিসাবেই হয়ত তাঁকে আজীবন চিনবেন দর্শক। শাহরুখের বয়স বেড়ে এখন ৫৩তে পৌঁছলেও ভক্তদের চোখে তিনি এখনও তাঁদের স্বপ্নের নায়ক। ৯ এর দর্শকে রহুল, রাজ সহ একাধিক চরিত্রে যুবতীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন দর্শক। তবে সময় বদলেছে। শাহরুখের চোখের সামনে বেড়ে ওঠা তাঁর সহ অভিনেতা, অভিনেত্রীদের ছেলেমেয়েরাই এখন বলিউডের নতুন নায়ক-নায়িকা। এমনই একজন হলেন সইফ আলি খান কন্যা সারা আলি খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি 'কেদারনাথ' ও 'সিম্বা' ছবির মাধ্যমে সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সারা। কয়েকদিন আগেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সারা। যেখানে রেড কার্পেটে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে বলতে শাহরুখকে 'আঙ্কল' (কাকা) বলে বসেন সারা। স্মৃতিচারণা করে সারা বলেন, '' একসময় আমার বাবা সইফ আলি খানকে শাহরুখ আঙ্কলের সঙ্গে মিলে এই অনুষ্ঠানের সঞ্চলনা করতে দেখেছি।''  সারার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সারার উপর বেজায় চটেন শাহরুখ ভক্তরা।


আরও পড়ুন-মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, পুলিসকে মারধরের অভিযোগ এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে


শাহরুখ ভক্তদের কেউ কেউ সারাকে পরামর্শ দিয়েছেন, অমিতাভ বচ্চন, শাহরুখের মতো ব্যক্তিত্বকে 'আঙ্কল' বললে বড়ই অদ্ভুত শুনতে লাগে, এর থেকে 'স্যার' বলা ভালো। কেউ কেউ আবার বলেছেন, এধরনের পেশাদারির মঞ্চে 'আঙ্কল', 'আন্টি' শব্দগুলি এক্কেবারেই মানানসই নয়। এখানে 'স্যার', 'জী' এসব শব্দই মানানসই। কেউ আবার বলেছেন, 'আঙ্কল' শব্দটা শুনে মনে হচ্ছে শাহরুখ যেন সরার দাদুর বয়সী। ওর শাহরুখের সম্পর্কে এধরনের শব্দ ব্যবহার ঠিক হয়নি। এছাড়াও আরও অনেকেই সারাকে আরও অনেক কথাই বলেছেন।


আরও পড়ুন-উর্বশীকে অনভিপ্রেত স্পর্শ বনির, খবর প্রকাশে রেগে গেলেন অভিনেত্রী








যদিও আবার সবাই যে সারার বিপক্ষেই  মুখ খুলেছেন এমনটাও নয়। অনেকেই সারার সমর্থনেও কথা বলেছেন। কেউ বলেছেন শাহরুখ সইফের থেকেও ৫ বছরের বড়। শাহরুখের বয়স ৫০ এর উপর, সারার ২৩। তো সারা শাহরুখ কে 'আঙ্কল' বলবে সেটাই স্বাভাবিক। 


আরও পড়ুন-টাইগারকে 'এপ্রিল ফুল' করলেন অনন্যা





প্রসঙ্গত, খুব শীঘ্রই সারা আলি খানকে ইমতিয়াজ আলির লাভ আজকালের সিক্যুয়ালে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে। 


আরও পড়ুন-লুকিয়ে বাগদান সেরে ফেলেছেন রণবীর-আলিয়া!