নিজস্ব প্রতিবেদন: বেড়াতে ভালবাসেন, সুযোগ পেলেই পছন্দের জায়গায় সময় কাটান সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। কখনও মা কখনও ভাই কখনও আবার সঙ্গী বন্ধুরা। ফেব্রুয়ারিতে মা অমৃতা সিংয়ের সঙ্গে আজমের শরিফে গিয়েছিলেন তিনি। এবার তাঁকে পাওয়া গেল কামাখ্যা মন্দিরের সামনে। অসমের কামাখ্যা মন্দিরের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি শেয়ার করলেন সারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:সোশ্যাল নজরে তারা...নস্টালজিক করিনা, আমে মজে মিমি



সাদা সালোয়ার কামিজের উপর দিয়ে নিয়েছেন অসমের ট্র্য়াডিশনাল গামছা, কপালে লাল টিপ। কানে দুল, হাতে চুড়ি, একেবারে  হালকা মেকআপ, ভারতীয় সাজে সারা আলি খান। মন্দির প্রাঙ্গনে ছবি তুলে তা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। লিখেছেন 'শান্তি'। ঠাকুরের আশীর্বাদ পেয়ে খুশি তিনি, ক্যাপশনে এমনটাই লিখেছেন অভিনেতা (Sara Ali Khan)।


 



করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকে বন্ধ ছিল কামাখ্যা মন্দির, ৩০ জুন থেকে খুলেছে মন্দিরের দরজা। তারপর থেকেই ভক্তরা ভিড় জমাচ্ছেন। সারার এই ছবি দেখে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, আসামের বন্ধুরা স্বাগত জানিয়েছেন তাঁকে। সব ধর্মে বিশ্বাস রাখার জন্য সারাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলের ভালাবাসা পেয়ে আপ্লুত সইফ কন্যা সারাও (Sara Ali Khan)।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)