নিজস্ব প্রতিবেদন: টলিউডে স্বজন পোষণ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক জনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবার শ্রীলেখার অভিযোগ নিয়ে Zee ২৪ ঘণ্টার লাইভে মুখ খুললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এপ্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ''এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময় প্রায় প্রত্যেক মানুষের মধ্যেই অবসাদ আসাটা খুব স্বাভাবিক। আমি বলবো আসুন আমরা চেষ্টা করি, যাতে নেগেটিভিটি না ছড়ায়। প্রত্যেক পেশাতেই অনেকের মনেই হয়ত এই ধারনাটা আছে, কোনও না কোনও ভাবে তাঁরা ঠকেছেন। এই ধারনাটা যদি মনে বসে যায়, সেখান থেকে বের হওয়ার কোনও রাস্তা তাঁরা জীবনে পাবেন না।''


আরও পড়ুন-শ্রীলেখা মিত্রের অভিযোগ নিয়ে কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অশোক ধানুকা?


শাশ্বত আরও বলেন, ''আমার সঙ্গেও এমন ঘটেছে, কোনও একটা ছবিতে নায়কের সঙ্গে একটা মাত্র দৃশ্য ছিল, সেটা ডাবিং করতে গিয়ে দেখি আমি নেই। দেখুন, শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে হিসাবে ইন্ডাস্ট্রিতে ঢোকার কোনও সুযোগই ছিল না। বাবার চেহারার একবিন্দু আমি পাই নি। আমার অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল, তাই এসেছি।''


শ্রীলেখার উদ্দেশ্য লাইভে শাশ্বত বলেন, ''আশ্বর্য প্রদীপে তোর আমার ওই দৃশ্যে অভিনয় করার মতো অভিনেত্রী খুব কম আছে। আমি চাইব তুই এটা থেকে বের হয়ে আয়। নেগেটিভিটির মধ্যে থাকিস না। দুবছর আগে আমি একটা ফ্রাঞ্চাইজির চিত্রনাট্য শুনেছি, তারপর দেখছি, সেটা অন্য কেউ করছে। এটা যদি আমি মাথায় রাখি, তাহলে তো জীবনে বাঁচতও পারব না।''



আরও পড়ুন-ইন্ডাস্ট্রিতে গডফাদার হিসবে নম্বর ওয়ান বুম্বাদা, বিস্ফোরক অভিযোগ শ্রীলেখার


প্রসঙ্গত, নিজের ইউটিউব চ্যানেলা শ্রীলেখা মিত্রের আনা অভিযোগ নিয়ে এদিন মুখ খুলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। তবে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় এটা নিয়ে এখনই কিছু বলতে চাননি।