নিজস্ব প্রতিবেদন: সত্যজিৎ রায়ের সৃষ্টিগুলির মধ্যে 'গণশত্রু' এক অন্যতম চলচ্চিত্র। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। নরওয়ের সর্বশ্রেষ্ঠ লেখক হেনরিক ইবসেনের An Enemy of the People অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'চুলের চৌকিদার' মিমের ঝড় সোশ্যাল মিডিয়ায়, হেয়ারস্টাইল বদলে ফেলছেন মোদী-শাহ?


এই চলচ্চিত্রে প্রগতিশীল ডাক্তারের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে, তাঁর স্ত্রী মায়ার চরিত্রে রুমা গুহঠাকুরতাকে, তাঁদের মেয়ে ইন্দ্রানী চরিত্রে মমতা শঙ্কর, ভাই এবং প্রশাসনের উচ্চ পদে আসীন নিশীথ চরিত্রে ধৃতিমান চট্টোপাধ্যায়, পত্রিকা সম্পাদক হরিদাস বাগচী চরিত্রে দীপঙ্কর দে, সাহসী সাংবাদিক বীরেশ চরিত্রে শুভেন্দু চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল।


তবে কীভাবে ছবিটি তৈরি করেছিলেন সকলের প্রিয় 'মানিকদা' (সেসময় এই নামেই পরিচিত ছিলেন সত্যজিৎ রায়)? কীভাবে হয়েছিল শ্যুটিং? এসব জানতে ইচ্ছা হয় বৈকি। আপনাদের জন্য রইল ছবির শ্যুটিংয়ের কিছু মুহূর্ত, দেখুন কীভাবে সত্যজিৎ রায়ের নির্দেশনায় শ্যুটিং করছেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, রুমা গুহ ঠাকুরতা।


আরও পড়ুন-''সুপারস্টার হওয়ার পর জীবন বদলেছে, পরিবারের সঙ্গেই যোগাযোগ নেই'', দেখুন কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়


 ছবিটি ১৯৮৯ সালে কান চলচিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়।


আরও পড়ুন-প্রথম রঙিন বাংলা ছবি 'কাঞ্চনজঙ্ঘা' বানিয়েছিলেন সত্যজিৎ রায়