শ্রীদেবীর ছোট মেয়ে খুশিকে এখন কেমন দেখতে? দেখুন ছবি
খুশি কাপুর। বি-টাউনের `অপরিচিত` স্টার কিড। বাবা বনি কাপুর ফিল্ম প্রডিউসর, মা কিংবদন্তী অভিনেত্রী তথা বলিউড ডিভা শ্রীদেবী। দিদি জাহ্নবীর কথা আর আলাদা করে বলতে হবে না নিশ্চয়ই। বুঝতেই পারছেন কাপুর পরিবারের `লাডলি`ই হলেন ১৭ বছর বয়সী খুশি। মুম্বইতেই বড় হয়ে ওঠা। উল্লেখ্য মেয়ে জাহ্নবী আর খুশির জন্যই স্বেচ্ছা `নির্বাসন` নিয়েছিলেন শ্রিদেবী। ১৫ বছর পর আবার বলিউডে কামব্যাক। আর এসেই বাজিমাত। `ইংলিশ ভিংলিশ`-এর আকাশছোঁয়া সাফল্যের পর শ্রীদেবী আবারও বড় পর্দায় এলেন `মম` ছবি নিয়ে। আগামী মাসেই রিলিজ করবে শ্রীদেবী, নওয়াজ, অক্ষয় খান্না অভিনীত ছবি `মম`। ছবির প্রচার নিয়ে ব্যস্ত শ্রীদেবী। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রায়ই উঠে এসেছে শ্রীদেবী কন্যা খুশির কথা। দেখে নিন সেই খুশিকে-
ওয়েব ডেস্ক: খুশি কাপুর। বি-টাউনের 'অপরিচিত' স্টার কিড। বাবা বনি কাপুর ফিল্ম প্রডিউসর, মা কিংবদন্তী অভিনেত্রী তথা বলিউড ডিভা শ্রীদেবী। দিদি জাহ্নবীর কথা আর আলাদা করে বলতে হবে না নিশ্চয়ই। বুঝতেই পারছেন কাপুর পরিবারের 'লাডলি'ই হলেন ১৭ বছর বয়সী খুশি। মুম্বইতেই বড় হয়ে ওঠা। উল্লেখ্য মেয়ে জাহ্নবী আর খুশির জন্যই স্বেচ্ছা 'নির্বাসন' নিয়েছিলেন শ্রিদেবী। ১৫ বছর পর আবার বলিউডে কামব্যাক। আর এসেই বাজিমাত। 'ইংলিশ ভিংলিশ'-এর আকাশছোঁয়া সাফল্যের পর শ্রীদেবী আবারও বড় পর্দায় এলেন 'মম' ছবি নিয়ে। আগামী মাসেই রিলিজ করবে শ্রীদেবী, নওয়াজ, অক্ষয় খান্না অভিনীত ছবি 'মম'। ছবির প্রচার নিয়ে ব্যস্ত শ্রীদেবী। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রায়ই উঠে এসেছে শ্রীদেবী কন্যা খুশির কথা। দেখে নিন সেই খুশিকে-