নিজস্ব প্রতিবেদন: পথ দুর্ঘটনায় গুরুতর জখম কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। জানা যাচ্ছে, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের কাছে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিনেত্রী। এই মুহূর্তে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবানা আজমিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি টোল প্লাজার সামনে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের সঙ্গে শাবানার গাড়ির সংঘর্ষ হয়। গাড়িতে শাবানা আজমির পাশাপাশি তাঁর স্বামী জাভেদ আখতারও ছিলেন। তবে জাভেদ আখতার এই দুর্ঘটনায় বিশেষ জখম হননি। এই মুহূর্তে শাবানা আজমিকে নবি মুম্বইয়ের MJM হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।


আরও পড়ুন-পথ দুর্ঘটনায় গুরুতর জখম শাবানা আজমি, দেখুন দুর্ঘটনাস্থলের Exclusive সমস্ত ছবি




ছবিতে দেখা যাচ্ছে, শাবানা আজমির গাড়িতে ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ট্রাকটির সঙ্গে শাবানার গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, নাকি তাঁদের গাড়ি পিছন থেকে এসে ট্রাকটিকে ধাক্কা মারে, তা এখনও স্পষ্ট নয়।