নিজস্ব প্রতিবেদন:  'মন্নত'এ তখন আলোর রোশনাই। গৌরীর তত্ত্বাবধানেই সেজে উঠেছে শাহরুখের বিলাসবহুল বাংলো। সবকিছুই যেন রাজকীয়। কাজল, ক্যাটরিনা, আলিয়া, জ্যাকলিন, সিদ্ধার্থ, রণবীর কাপুর, মালাইকা, করিনা-করিশ্মা, আমির খান, শাহিদ কাপুর থেকে শুরু করে কে না নেই সেখানে? নীল রঙের সিফন ডিজাইনার শাড়িতে দিওয়ালির সাজে তৈরি আদরের কন্যা সুহানাও। ছোট্ট আব্রামও কালো শেরওয়ানি পরে সেজেগুজে তৈরি। সোনালি কাজ করা কালো লেহেঙ্গায় গৌরীকেও দেখাচ্ছিল বলিউড বাদশার 'রানি'র মতোই। শাহরুখও কালো শেরওয়ানিতে সেজে গুজে তৈরি। সবকিছু ঠিক ঠাকই আছে তবুও 'মন্নত' যেন কোথাও খালি খালি লাগছে শাহরুখের কাছে। লাগাটাই স্বাভাবিক, বড় ছেলে আরিয়ান যে কাছে নেই। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-জন্মদিনে নাইটক্লাবে উদ্দাম নাচ শুভশ্রীর



আরও পড়ুন-'দীপবীর'-এর বিয়ে, দীপিকার মঙ্গলসূত্রের দাম কত জানেন?



প্রসঙ্গত, সম্প্রতি ৫৩ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন শাহরুখ খান। সেই সেলিব্রেশন উপলক্ষে মু্ম্বইয়ের নাইট ক্লাব 'আর্থ'-এ পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ। তবে রাত ৩টের সেই পার্টি বন্ধ করে দেয় পুলিস। মুম্বইয়ের নিয়ম অনুসারে রাজ ৩টের পর আর কোনও নাইটক্লাব খোলা রাখতে দেওয়া হয়না। সেকারণে পার্টি বন্ধ করে দেওয়া হয়। 


আরও পড়ুন-মুকেশ আম্বানি কন্য ইশার বিয়ের আমন্ত্রণ পত্র দেখলে চোখ ধাঁধিয়ে যাবে