নিজস্ব প্রতিবেদন : মুক্তি পেল ‘জিরো’-র টিজার। এই সিনেমার  টিজারে যেভাবে সামনে এসেছেন শাহরুখ খান, তা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। তবে শাহরুখ খানের ওই এই টিজারে দেখতে পাবেন সলমন খান-কেও। আর দুই খান একসঙ্গে হাজির হওয়ায়, ইন্টারনেটে ঝড় উঠতে শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বাবার সঙ্গে চলে গেলেন মা-ও, একা হয়ে গেলেন সেলিনা


দেখুন টিজার..


 



আগামী শনিবার আকাশে উঠতে পারে ইদের চাঁদ। সেই উপলক্ষ্যেই ইদ টিজার বলে মুক্তি পেল রেড চিলিজ-এর এই সিনেমার টিজার। আনন্দ এল রাই-এর পরিচালনায় ইতিমধ্যেই ‘জিরো’-র টিজার নিয়ে দর্শকদের মধ্যে উত্সাহ বাড়তে শুরু করেছে। তবে এই সিনেমায় ক্যামিও-র চরিত্রেই দেখা যাবে বলিউড ‘ভাইজান’-কে।


আরও পড়ুন : শুটিংয়ের মাঝেই কাঁদছেন সলমন, ভাইরাল ভিডিও


‘জিরো’-তে শাহরুখ খানের পাশাপাশি রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাও। সম্প্রতি লন্ডন এবং মুম্বইয়ের শুটিং সেরেও ফেলেছেন অনুষ্কা।