close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

বাবার সঙ্গে চলে গেলেন মা-ও, একা হয়ে গেলেন সেলিনা

মায়ের স্মৃতিতে কাতর সেলিনা

Updated: Jun 14, 2018, 12:43 PM IST
বাবার সঙ্গে চলে গেলেন মা-ও, একা হয়ে গেলেন সেলিনা

নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন সেলিনা জেটলির মা মিতা জেটলি। গত ৮ জুন মৃত্যু হয় মিতা জেটলির। ক্যান্সারে আক্রান্ত হয়েই শেষ পর্যন্ত মৃত্যু হয় প্রাক্তন মিস ইন্ডিয়ার।

আরও পড়ুন : শুটিংয়ের মাঝেই কাঁদছেন সলমন, ভাইরাল ভিডিও

গত ১১ মাস আগে মৃত্যু হয় সেলিনার বাবা কর্নেল বিক্রম কুমার জেটলির। ওই ঘটনার ১১ মাস পরই মৃত্যু হল মিতা জেটলির। প্রসঙ্গত, বিক্রম জেটলির মৃত্যুর পর দুবাইতে ছিলেন সেলিনা। ওই সময় বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরই তড়িঘড়ি দুবাই থেকে ভারতে ফেরেন সেলিনা। বাবা চলে যাওয়ার ১১ মাসের মাথায় এবার চলে গেলেন সেলিনার মা।

 

 

মায়ের মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন সেলিনা। যেখানে তিনি লেখেন, হাজার চোখের জল ফিরিয়ে আনতে পারবে না মা-কে।