ওয়েব ডেস্ক : সবচেয়ে বেশি আয় করেন কোন অভিনেতা, প্রকাশিত হল ফোর্বস ম্যাগাজিনের সেই তালিকা। হলিউডের পাশাপাশি ওই তালিকায় রয়েছেন বলিউডের ৩ অভিনেতা। কিন্তু, ফোর্বসের তালিকায় সলমন ও অক্ষয় কুমারকে পিছনে ফেলে উঠে এসেছে শাহরুখ খানের নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী, শাহরুখ খান রয়েছেন ৮ নম্বরে। সলমন খানের নাম রয়েছে নয়ে এবং অক্ষয় কুমার রয়েছেন ১০ নম্বরে। ২০১৭ সালে প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী, শাহরুখ খানের আয় ২৪৩.৫০ কোটি। টিউবলাইট স্টার সলমন খানের আয় ২৩৭ কোটি এবং রুস্তম স্টার অক্ষয় কুমারের আয় ২২৭.৫ কোটি।


২০১৬ সালের ১ জুন থেকে ২০১৭-র হিসেব অনুযায়ী ওই তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। অন্যদিকে ফোর্বসের সর্বোচ্চ আয়ের তালিকায় প্রথমেই যাঁর নাম রয়েছে, তিনি হলেন মার্ক ওয়ালবার্গ। ডয়েন দ্য রক জনসন রয়েছেন দ্বিতীয় স্থানে। এরপর রয়েছেন ভিন ডিজেল, অ্যাডাম স্যান্ডলার, জ্যাকি চ্যান।


এছাড়া অভিনেত্রীদের মধ্যে প্রথমেই যাঁর নাম রয়েছে, তিনি হলেন এমা স্টোন। ফোর্বসের তালিকায় এমার নাম রয়েছে ১৫-তে।