নিজস্ব প্রতিবেদন :  দুহাত বাড়িয়ে ভালোবাসা মাখা আহ্বান নেই। নাহ, সেই মিষ্টি হাসিটাও উধাও। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তির দিন রোম্যান্টিক নায়কের বদলে রোমহর্ষক লুকে ধরা দিলেন কিং খান। পায়ে লম্বা বুট, পরনে শার্ট-প্যান্ট, হাতে আগ্নেয়াস্ত্র, নাক, মুখ, ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। হ্যাঁ, ঠিক এভাবেই ধরা দিয়েছেন বাদশা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৫ জানুয়ারি, শনিবার, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার করলেন কিং খান।  বলিউডে ৩ দশক পূর্তি উপলক্ষেই সামনে এসেছে শাহরুখের 'পাঠান' লুক। যেটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ''৩০ বছর, নাহ দিন গুনছি না। কারণ আপনাদের ভালোবাসা আনন্দ অপরিসীম।''  তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে যশরাজ ফিল্মসের ব্যানারে শাহরুখের এই ছবি মুক্তি পাচ্ছে ২০২৩-এর ২৫ জানুয়ারি। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে 'পাঠান'।


আরও পড়ুন-'গুড, গুডার গুডেস্ট', ভুল ইংরাজি বলায় ট্রোলড বাংলা ধারাবাহিক! পাশে দাঁড়ালেন শ্রুতি



শেষবার ২০১৮তে 'জিরো' ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর বড় পর্দা থেকে দূরেই ছিলেন শাহরুখ। আর এবার সামনে আসতে চলেছেন 'পাঠান' হয়ে। কিং খানের এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেরই দাবি, এই ছবি বক্স অফিসে সুপার হিট হতে চলেছে।    


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)