নিজস্ব প্রতিবেদন : বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। করোনা মোকাবিলায় এবার বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড বাদশা। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ২০০ কোটি টাকার ত্রাণ তহবিলে শাহরুখ একাই দিচ্ছেন আড়াই কোটি টাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্ন সূত্রে খবর, শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন শাহরুখ খান। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় শাহরুখের। মুখ্যমন্ত্রীকে তিনি জানান, করোনা মোকাবিলায় রাজ্যে যে ২০০ কোটি টাকার ত্রাণ তহবিল তৈরি হয়েছে, তাতে তিনি আড়াই কোটি টাকা অনুদান হিসাবে দেবেন।


আরও পড়ুন-রবীন্দ্রনাথে উদ্বুদ্ধ হয়ে বাংলাকে করোনা মুক্ত করতে দিদির হাত ধরলেন 'ভাই' শাহরুখ



করোনা মোকাবিলায় এরাজ্যের জন্য আড়াই কোটি টাকা দেওয়ার পাশাপাশি এরাজ্যের স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ হাজার PPP কিট দেওয়ার কথাও জানিয়েছেন কিং খান। এদিকে করোনা মোকাবিলায় এরাজ্যের পাশে দাঁড়ানোর জন্য শাহরুখকে টুইট করে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



প্রসঙ্গত, করোনা মোকাবিলায়  মুখ্যমন্ত্রী যে ২০০ কোটি টাকার ত্রাণ তহবিল গড়েছেন তাতে তিনি নিজেও ৫  লক্ষ টাকা দিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও ৫ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।


আরও পড়ুন-কোয়ারেন্টাইন সেন্টার গড়তে নিজেদের ৪ তলা অফিস দিয়ে দিলেন শাহরুখ-গৌরী