নিজস্ব প্রতিবেদন: ''আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী (Gauri Khan) হিন্দু। তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয়।'' সম্প্রতি  Dance Plus 5 নামে একটি টিভি শো-তে হাজির হয়ে এমনটা সাফ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান (SRK)। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিং খানের এই ভিডিয়ো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাহরুখ বলেন তাঁর বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের এসব নিয়ে কোনওদিন চর্চা হয় না। বাদশার কথায়, ''অনেকসময় স্কুলের ফর্মে কোন Religion (ধর্ম) সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনও ধর্মের নই। আর হওয়া উচিতও নয়।''


আরও পড়ুন-  শেষ বেলায় ঝটকা, ধরা পড়েও অধরাই রয়ে গেল 'দ্বিতীয় পুরুষ' খোকা 



শনিবার, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে শাহরুখের (ShahRuKh Khan) এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত, শাহরুখ তাঁর মন্নত-এ যেভাবে আড়ম্বরের সঙ্গে ইদ সেলিব্রেট হয়, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর সেলিব্রেশন। 


আরও পড়ুন-নুসরতের ফ্যাশান ব্র্যান্ড YoUve-এর জমকালো উদ্বোধন, র‌্যাম্প কাঁপালেন মডেলরা, দেখুন সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিয়ো