Shah Rukh Khan | Pushpa 2: `পুষ্পা`র অফার ফিরিয়ে হাত কামড়াচ্ছেন শাহরুখ! নিজমুখেই স্বীকার কিংখানের...
Allu Arjun: রইস ছবিতে শাহরুখকে দেখা গিয়েছিল পুষ্পার মতো এমনই এক চরিত্রে। তবে সেই ছবি ধারে ভারে ছিল অনেকটাই কম। সেই চরিত্র নিয়ে অনেক বিতর্কের মুখেও পড়তে হয়েছিল কিংখানকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের শেষ মাসে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তোলে অল্লু অর্জুনের (Allu Arjun) ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa : The Rule)। ব্যবসার নিরিখে সর্বকালের সেরা ছবির দৌড়ে মাত্র এককদম পিছিয়ে এই ছবি। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে। এই ছবি নিয়ে উন্মাদনা এখনও তুঙ্গে। তবে এরইমাঝে সামনে এসেছে এক নয়া তথ্য, যা শুনে অবাক অনেকেই। জানা যাচ্ছে অল্লু অর্জুনের আগে পুষ্পার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
আরও পড়ুন- Birbhum: দেউচা-পাচামির কাজের গতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বীরভূমে মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজি...
রইস ছবিতে শাহরুখকে দেখা গিয়েছিল পুষ্পার মতো এমনই এক চরিত্রে। তবে সেই ছবি ধারে ভারে ছিল অনেকটাই কম। সেই চরিত্র নিয়ে অনেক বিতর্কের মুখেও পড়তে হয়েছিল কিংখানকে। কিন্তু এবার শাহরুখ নিজেই জানালেন যে পুষ্পার অফার ফিরিয়ে দিয়ে তিনি রীতিমতো দুঃখিত। একথা ফাঁস করেছিলেন খোদ শাহরুখ-ই।
সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে আইফা অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করেন শাহরুখ। সেখানেই ভিকি মজার ছলে জানান আমির খানের আগে লাল সিং চড্ডা ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তাতে রাজি হননি। শোনামাত্রই হাসতে হাসতে শাহরুখ বলে ওঠেন, “আমিরেরও করা উচিত হয়নি সে ছবি।” এরপর পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই শাহরুখ বলে ওঠেন, “আমার ব্যথায় হাত দিও না। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।”
আরও পড়ুন- Recruitment Scam: ৮ বছর ধরে চলছে অনিশ্চয়তা, প্রতিবাদে ন্যাড়া হলেন চাকরিহারা শিক্ষক...
শাহরুখের এই বক্তব্য নেহাতই মজা নাকি সত্যিই তাঁর কাছে অফার গিয়েছিল, তা অবশ্য জানা নেই। তবে শাহরুখের বক্তব্যে হইচই পড়ে যায় প্রেক্ষাগৃহে। এখনও অবধি বিশ্বব্যাপী ১৭০০ কোটি টাকা আয় করেছে ‘পুষ্পা ২’। এই ছবি এখনও চুটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। অনেকদিন আগেই তা ছাড়িয়ে গিয়েছে শাহরুখের পাঠান ও জওয়ানের ব্যবসা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)