Birbhum: দেউচা-পাচামির কাজের গতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বীরভূমে মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজি...

Deucha Pachami: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি প্রকল্প দেউচা-পাচামির জন্য এখনও বহু মানুষ জমি দিতে অস্বীকার করছেন। যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেখানেও জমির সঠিক মূল্য ও চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ। ফলে কাজ চলছে ধীরগতিতে।  কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করতে বীরভূমে এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এবং পিডিসিএল-এর সচিব পিবি সেলিম। 

Updated By: Jan 3, 2025, 01:37 PM IST
Birbhum: দেউচা-পাচামির কাজের গতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বীরভূমে মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজি...

প্রসেনজিত্‍ মালাকার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেউচা-পাচামি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করতে বীরভূমে এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এবং পিডিসিএল-এর সচিব পিবি সেলিম। মঙ্গলবার বোলপুর স্টেশনে নামার পর তারা সোজা রওনা দেন মহম্মদবাজার বিডিও অফিসের দিকে। জানা গেছে, সেখানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে এবং স্থানীয় আদিবাসীদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন- Khaleda Zia: ফের পালাবদলের মুখে বাংলাদেশ? গোপনে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক সেনাপ্রধানের!

মুখ্যমন্ত্রীর অসন্তোষ

২ জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে দেউচা-পাচামি প্রকল্পের কাজে ধীরগতি এবং জমি অধিগ্রহণে খামখেয়ালিপনার জন্য জেলা শাসক বিধান রায়কে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, জমি অধিগ্রহণ সুষ্ঠুভাবে হয়নি এবং প্রকল্পের কাজ অনেকটাই থমকে গেছে।

উচ্চ পর্যায়ের বৈঠক

মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পিডিসিএল-এর সচিব পিবি সেলিম, জেলা শাসক বিধান রায়, এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক প্রসাদ, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এছাড়াও বিডিও মহম্মদবাজারসহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সমস্যা ও আন্দোলন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি প্রকল্প দেউচা-পাচামির জন্য এখনও বহু মানুষ জমি দিতে অস্বীকার করছেন। যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেখানেও জমির সঠিক মূল্য ও চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ। এই নিয়ে বহু আদিবাসী সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন- Recruitment Scam: ৮ বছর ধরে চলছে অনিশ্চয়তা, প্রতিবাদে ন্যাড়া হলেন চাকরিহারা শিক্ষক...

মুখ্যসচিবের বক্তব্য

বৈঠকের আগে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, "আমরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করব এবং স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সফর।"

ভবিষ্যৎ পরিকল্পনা

এই বৈঠকের মাধ্যমে জমি অধিগ্রহণ ও প্রকল্পের কাজের ধীরগতির সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং স্থানীয়দের আস্থা অর্জন করার চেষ্টা করা হবে। এখন দেখার বিষয়, প্রশাসনের নতুন উদ্যোগ প্রকল্পের কাজে কতটা গতি আনতে পারে।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.