নিজস্ব প্রতিবেদন: 'ডিয়ার জিন্দেগি'র পর একই ছবিতে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt)। করণ জোহরের পরবর্তী ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ছবিটিতে রণবীর সিংও রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ছবিটি করণ জোহরের কাছে অত্যন্ত কাছের। ইতিমধ্যে শাহরুখের সঙ্গে একপ্রস্থ কথা সেরে ফেলেছেন করণ। 'কিং খান'-ও নাকি 'বন্ধু করণ'কে না বলতে পারেননি। এমনকী তিনি নাকি চরিত্র সম্পর্কেও জানতে চাননি। কোথায় শুটিং হবে তাও জানতে চাননি। করণের এককথায় 'হ্যাঁ' বলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 


শোনা যাচ্ছে, করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আলিয়া, রণবীরের সঙ্গে একটা গানের দৃশ্যে দেখা যাবে তাঁকে।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)