পর পর মুখ থুবড়ে পড়ছে সিনেমা, কেমন লাগছে? প্রকাশ্য়ে অপমান শাহরুখকে!
ট্যুইটারে জোর তরজা শুরু হয়েছে শাহরুখ ভক্তদের মধ্যে
নিজস্ব প্রতিবেদন: পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমা জিরো মুখ থুবড়ে পড়ার পর, বড় পর্দায় এখনও পর্যন্ত দেখা যায়নি তাঁকে। জিরো-র পর কেন তাঁকে আর দেখা যাচ্ছে না, এমন প্রশ্ন প্রায়শই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এবার এক ভক্ত শাহরুখকে জিজ্ঞাসা করে বলেন, পরপর ফ্লপ সিনেমার পর কেমন লাগছে?
আরও পড়ুন : শাহরুখের বিলাসবহুল বাংলো মন্নতে ঘর ভাড়া দেওয়া চলছে? কী বললেন বলিউড অভিনেতা
ট্যুইটারে নিজের ভক্তের প্রশ্নের উত্তর বেশ মজা করেই দিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন, 'বাস আপ দুয়া মে ইয়াদ রাখনা'। শাহরুখ খানের মুখে নিজের প্রশ্নের উত্তর পেয়ে এ বিষয়ে আর পালটা কেনও মন্তব্য করেননি কিং খানের ওই ভক্ত।
দেখুন সেই ট্যুইট...
সম্প্রতি ট্যুইটারে 'আস্ক এসআরকে' সিজন শুরু করেন শাহরুখ খান। সেখানেই বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় শাহরুখকে। ওই সিজনেই একজন প্রশ্ন করে বসেন, মন্নতে তিনি ঘর ভাড়া চান, কত টাকা ভাড়া দিতে হবে? ওই প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, মন্নত তৈরি করতে তাঁর ৩০ বছর পরিশ্রম করতে হয়েছে। তাই মন্নতে ঘর ভাড়া পেতে হলে, ৩০ বছরের পরিশ্রম প্রয়োজন বলে স্পষ্ট জানান বলিউডের কিং খান।