জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০০০ কোটির ব্যবসা নতুন কোনও লক্ষ্য নয় বলিউডের(Bollywood)। এর আগে আমিরের ‘দঙ্গল’ পার করেছে শুধু হাজার নয়, দু’হাজারের গন্ডি। দক্ষিণী ছবি বাহুবলী টু, আরআরআর, কেজিএফ টু-ও পার করেছে হাজারের গন্ডি। এমনকী শাহরুখের ‘পাঠান’-এর(Pathaan) আয়ও ছাড়িয়েছিল ১০০০ কোটির গন্ডি। এবার হাজার কোটির দোরগোড়ায় শাহরুখের আরেক ছবি ‘জওয়ান’(Jawan)। জওয়ানের আয় ১০০০ কোটি ছাড়ালেই বক্স অফিসে নয়া ইতিহাস রচনা করবেন শাহরুখ খান(Shah Rukh Khan)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Pori Moni-Razz Divorce: ফের রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এবার ডিভোর্সের চিঠি পাঠালেন পরীমণি


ঠিক কী কারণেই ইতিহাসে নাম লেখাতে পারেন শাহরুখ?  আমির খান, প্রভাস, রামচরণ, যশের ছবি হাজার কোটি ব্যবসা করলেও। তাঁদের একটি করে ছবিই এই এক্সক্লুসিভ ক্লাবে জায়গা পেয়েছেন। যদি এই বছরেই শাহরুখের জওয়ান বিশ্বজুড়ে হাজার কোটি পার করতে পারে তাহলে শাহরুখ খানই হয়ে উঠবেন প্রথম মেগাস্টার, যাঁর একই বছরে দুটি ছবি একসঙ্গে পার করবে হাজার কোটির গন্ডি। তাই কিংখানের ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে। ১৩ দিনে এযাবৎ বিশ্বব্যাপী এই ছবির বক্স অফিস কালেকশন ভারতীয় মুদ্রায় ৯০৭ কোটি ৫৪ লক্ষ। শুধুমাত্র ভারতেই ছবির আয় ৪৫৭.৫৯ কোটি টাকা।



প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে। ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।


আরও পড়ুন- Inside Video: পাঠান স্যুটে গণেশ বন্দনায় কিংখান, শাহরুখকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন নীতা আম্বানি...


ছবিতে একদিকে তিনি পুলিস অফিসার তো অন্যদিকে সেনা, একদিকে বাবা তো অন্যদিকে ছেলে দুই ভূমিকাতেই তিনি। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশের শাহরুখপ্রেমীরা। এখন শুধুমাত্র বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়ার অপেক্ষা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)