নিজস্ব প্রতিবেদন : বয়স মাত্র ১৭। তবে এই বয়সেই তাঁর জনপ্রিয়তা যেকোনও বলি ডিভার থেকে কম কিছু নয়। বলিউড বাদশা শাহরুখের আদরের একমাত্র কন্যা বলে কথা। তাই সুহানাকে প্রকাশ্যে দেখা গেলেই নিমেষে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়। আর ভিডিও হলে তো কথাই নেই।  প্রায় সব সময়েই লাইমলাইটে থাকেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, সুহানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সুহানা নিজের হাতে তাঁর বন্ধুর চুলে হেয়ার স্পা করে দিচ্ছেন। তবে ভিডিওটা দেখে বেশ বোঝা যাচ্ছে যে যখন ভিডিওটি সুহানার অজান্তেই কেউ রেকর্ড করেছেন।



তবে এই প্রথম নয়, দুদিন আগেই হস্টেলে বন্ধুদের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলার ভিডিও ভাইরাল হয়েছিল।



প্রসঙ্গত, বর্তমানে সুহানা খান লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভিডিওগুলি যে সেখানকার হস্টেলে তোলা তা দেখে বোঝা যাচ্ছে। তবে লন্ডনের হস্টেলে থাকলেও সুহানাকে মাঝে মধ্যেই মুম্বইতে তাঁর বাবা-মার কাছে এসে থাকতেও দেখা যায়। কিং খানের বড় ছেলে আরিয়ান খানও বর্তমানে মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।


আরও পড়ুন- বদমেজাজী মামাকে জব্দ করতে ঘোতন দেখা পেল পরীপিসির, তারপর?