নিজস্ব প্রতিবেদন : ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), কিয়ারা আডবাণী (Kiara Advani), কার্তিক আরিয়ান (Kartik Aaryan), সানি লিওনের (Sunny Leone) পর এবার ডাব্বু রতনানি ২০২১-র ক্যলেন্ডার স্যুটে আসল চমকটাই যেন বাকি ছিল । শার্টলেস অবতারে চমকে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পেশীবহুল ভেজা শরীর ও চুল, গালভর্তি দাড়ি, Hot অবতারে হাজির শাহরুখ  (Shah Rukh Khan)। সাদা-কালো মনোক্রোমে ফটোশ্যুটে মহিলাদের হৃদস্পন্দন বাড়িয়ে তুলতে পারে কিং খানের এই চাহনি। সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানির ফটোশ্যুটে এভাবেই লেন্সবন্দি হয়েছেন বলিউড 'বাদশা'। ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন ডাব্বু নিজেই। ক্যাপশানে লেখা, আপনি একবার নির্ভীক হয়ে উঠলে, জীবন হয়ে ওঠে সীমাহীন - অদম্য। ক্যারিশম্যাটিক শাহরুখ খান।''


আরও পড়ুন-নিঃস্বার্থ ভালোবাসা মূল্যবান, ভয় হয়, ওকে ধরে রাখতে পারবো তো? আশঙ্কায় Nusrat!



শার্টলেস চেহারায় কিং খানের এই ফটোফটোশ্যুট নেট দুনিয়ায় যেন  আগুন ঝরাচ্ছে।  শাহরুখের (Shah Rukh Khan) এই ফটোফটোশ্যুট দেখার পর আগামী ছবি 'পাঠান' তাঁকে নতুন রূপে ফিরে পাওয়ার জন্য উদগ্রীব ভক্তরা। ডাব্বুর পোস্ট করা এই ফটোফটোশ্যুটের ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। 


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)