ওয়েব ডেস্ক: সলমন খান। শাহরুখ খান। বলিউডের তথা দেশের অন্যতম দুজন জনপ্রিয় তারকা। অতীতে এঁদের দুজনের মধ্যে যত তিক্ত ঘটনাই ঘটে থাকুক না কেন, এখন তাঁরা একে অপরের বন্ধু। প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। গত বছর বিগ বসের মঞ্চেও তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। ফের তাঁদের একসঙ্গে দেখা যেতে চলেছে। কিন্তু কোথায়?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, সুলতানের শোয়ে ফের আসছেন বাদশাহ। অর্থাত্‌, নিজের ছবি ‘ডিয়ার জিন্দেগী’ ছবির প্রোমোশনের জন্য বিগ বস ১০-এর মঞ্চে আসছেন শাহরুখ খান। গত বছরেও বগ বসের মঞ্চে একসঙ্গে করণ-অর্জুনকে দেখা গিয়েছিল। গতবছর ‘দিলওয়ালে’ থবির প্রোমোশনের জন্য এসেছিলেন শাহরুখ।


আরও পড়ুন সেকি! হোয়াটস অ্যাপের নতুন এই দুর্দান্ত ফিচার্সটা এখনও দেখেননি!


সলমন-শাহরুখ জুটি বরাবরই দর্শকদের খুবই পছন্দের। তাই গত বছর এই দুই মহা তারকাকে একসঙ্গে এক মঞ্চে দেখে শো জমে গিয়েছিল। ভক্তদের দারুন আনন্দ দিয়েছিলেন তিনি। আশা করা যাচ্ছে এবারেও তেমনটাই হবে। একসঙ্গে ফের দুই প্রিয় তারকাকে দেখতে পাওয়ার খবর শুনে ইতিমধ্যেই তাঁরা বলতে শুরু করেছেন, ‘মেরে করণ-অর্জুন কব আয়েঙ্গে?’