নিজস্ব প্রতিবেদন: ওটিটি প্ল্যাটফর্ম 'ভুট'-এ বিগ বস ওটিটি হাউজে (Bigg Boss OTT house) 'সারপ্রাইজ এন্ট্রি' শমিতা শেট্টির। 'শারারা' গানে প্রথম প্রতিযোগী হিসেবে বিগ বস হাউসে প্রবেশ করলেন শিল্পার বোন। পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর নাম জড়িয়েছে শমিতারও। তবে বিতর্কে 'কুছ পরোয়া' নেই অভিনেত্রীর। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,'নিজেকে অন্তরালে রেখো না। উঠে দাঁড়াও। মাথা উঁচু করে বাঁচো। ওদের দেখিয়ে দাও তুমি কী পারো! বিগ বস ওটিটি আমি আসছি।'              


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৯ সালে বিগ বসের প্রতিযোগী ছিলেন শমিতা শেট্টি। তবে শিল্পার বিয়ের জন্য শোয়ের মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন। বিগ বসে ঢুকে সে কথা মনে করিয়ে দেন শমিতা। বলেন, 'নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। ১০ বছর পর ফিরলাম বিগ বসে। অনেকখানি বদলে গিয়েছি। এর মধ্যে অনেক কিছু ঘটেছে। ভেবেছিলাম সুযোগটা ছেড়ে দেব। কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আর প্রতিশ্রুতি দিলে আমি রাখি।'    


বিগ বসে এ দিন প্রথম প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন শমিতা। তাঁকে খেলার নিয়ম বুঝিয়ে দেন সঞ্চালক করন জোহর। রাজ কুন্দ্রাকে নিয়ে ঝড়ের মধ্যেও শমিতা নিশ্চল। তাঁর কথায়,'খারাপ-ভালো সময় আসবে। শ্বাস নেওয়া তো ছাড়ি না। তো কাজ ছেড়ে দেব কেন?'     


আরও পড়ুন- 'ধরিয়া রাখিনু সোহাগে আদরে', ফুলশয্যার কোলাজ তৈরি ‘রাম্পি’র ফ্যানদের
 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App