Electric Bill Fraud: ইলেকট্রিক বিলে প্রতারণা, লক্ষাধিক খোয়ালেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়
`সোমবার সকাল ৯টা নাগাদ, আমি আর বাবা দুজনেই শুটিংয়ে বেরনোর জন্য তাড়াহুড়ো করছিলাম। সেসময় সিইএসসি-র হয়ে একজন ফোন করেছিল।...`
নিজস্ব প্রতিবেদন: প্রতিদিনই বেড়ে চলেছে সাইবার ক্রাইমের সংখ্যা। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে সেই ঘটনা। লিঙ্ক ক্লিক করে এবার সেরকমই এক ফাঁদে পা দিয়ে ফেলেছেন শান্তিলাল মুখোপাধ্য়ায়। ইলেকট্রিক বিল সংক্রান্ত একটি লিঙ্কে ক্লিক করেই ২ লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা। ইতিমধ্যেই সরশুনা থানায় ও লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ জানিয়েছেন অভিনেতা।
শান্তিলাল মুখোপাধ্য়ায়ের ছেলে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্য়ায় জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান যে, 'ঘটনাটি ঘটেছে ১৩ জুন। সোমবার সকাল ৯টা নাগাদ, আমি আর বাবা দুজনেই শুটিংয়ে বেরনোর জন্য তাড়াহুড়ো করছিলাম। সেসময় সিইএসসি-র হয়ে একজন ফোন করেছিল। বাবা শুটিংয়ে বেরনোর জন্য তাড়াহুড়ো করছিল। তখনই ফোনে বলে যে,আমাদের ফাইনের কিছু টাকা বাকি। এটা হতে পারে কারণ আমি আর বাবা দুজনেই মে মাসে লন্ডনে শুটে ছিলাম। তাই একটু দেরি হয়েছিল। ফাইনটা দিয়ে দিন না হলে কানেকশন কেটে যেতে পারে। তখনই ঐ লিঙ্কটা বাবা খোলে।'
অভিনেতা আরও বলেন,'প্রথমে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ট্রানসাকশন করতে গেলে ওরা আটকে দেয়। এরপর এসবিআই থেকে টাকা তুলে নেয়। যেহেতু একসঙ্গে ২ লক্ষ টাকা তোলে, এরপর আনইউসুয়াল ট্রানজাকশন বলে এসবিআই ব্লক করে দেয়। কিন্তু ২ লক্ষ টাকা চলে গেছে ততক্ষণে। আমরা কখনও একসঙ্গে ২ লক্ষ টাকা একসঙ্গে তুলি না। এরপর বাবা সরশুনা থানায় এফআইআর করে। তারপর লালবাজারে গেছে। পুলিস ২১ দিন সময় চেয়েছে। এখন দেখছি ঘন ঘন ইলেকট্রিক বিল নিয়ে প্রতারণার শিকার হচ্ছে। অনেকেই অভিযোগ জানাচ্ছে। আশা রাখছি, কিছু একটা সলিউশন পাওয়া যাবে।'
আরও পড়ুন: Rupankar Bagchi: ফের বিতর্কে রূপঙ্কর, এবার থানায় দায়ের গান চুরির অভিযোগ