নিজস্ব প্রতিবেদন : ​মৃত্যু হল বিখ্যাত থিয়েটার শিল্পী তথা শরমন যোশীর বাবা অরবিন্দ যোশীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। নাট্যকর্মী অরবিন্দ যোশীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, ২৯ জানুয়ারি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে মৃত্যু হয় অরবিন্দ যোশীর। বার্ধক্যজনিত কারণেই বিখ্যাত এই থিয়েটার শিল্পীর মৃত্যু হয় বলে জানা যায়। অরবিন্দ যোশীর মৃত্যুর পর ট্রেড অ্যানালিস্ট কোমল নাথ প্রথম সেই খবর প্রকাশ করেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলেই অরবিন্দ যোশীর মৃত্যুর খবর প্রকাশ করেন কমল নাথ। শরমন যোশীর বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন অভিনেতা প্রেম চোপড়াও। 


আরও পড়ুন : সুখী দাম্পত্যের আড়ালে নুসরতের পরকীয়া, প্রকাশ্যে 'ডিকশনারির' ট্রেলার


তিনি বলেন, অরবিন্দ যোশী খুব ভাল মনের মানুষ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২ সপ্তাহ ধরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন অরবন্দি যোশী। বার্ধক্যজনিত কারণেই অরবিন্দ যোশীর মৃত্যু হয়। তাঁর অবদান গুজরাটি থিয়েটার জগৎ মনে রাখবে বলেও মত প্রকাশ করেন প্রেম চোপড়া। প্রসঙ্গত গুজরাটি থিয়েটারের পাশাপাশি একাধিক গুজরাটি সিনেমাতেও দেখা গিয়েছে অরবিন্দ যোশীকে। শোলে, ইত্তেফাক, অপমান কি আগের মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতেও অভিনয় করেন অরবিন্দ যোশী।