নিজস্ব প্রতিবেদন : শশী কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন বলিউডের তামাম অভিনেতা- অভিনেত্রীরা। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে পৃথিবী থিয়েটারে হাজির হন রেখা, আশা ভোঁসলে, রানি মুখার্জি, করিশ্মা কাপুর, নাসিরুদ্দিন শাহ-সহ আরও অনেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের জুহুর পৃথিবী থিয়েটারের সঙ্গে আত্মিক যোগ ছিল শশী কাপুরের। আর সেই কারণেই প্রয়াত অভিনেতার প্রার্থনা সভার আয়োজন করা হয় পৃথিবী থিয়েটারেই। সেই অনুযায়ী, শশী কাপুরকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে পৃথিবী থিয়েটারেই তারকা সমাবেশ দেখা যায়।


দেখুন সেই ছবি..








গত ৪ ডিসেম্বর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯-এর দশকের ওই জনপ্রিয় বলিউড অভিনেতা। জানা যায়, ২০১৪ সাল থেকে বুকে সংক্রমণ এবং কিডনির সমস্যায় ভুগছিলেন শশী কাপুর। দীর্ঘদিন রোগভোগের পর অবশেষে ডিসেম্বরের ৪ তারিখ বিকেলে শেষ হয় তাঁর লড়াই।


শশী কাপুরের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন রণধীর কাপুর। পাশপাশি এও জানান, শশীর দুই সন্তান বিদেশ থেকে ফিরলে তবেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সেই অনুযায়ী শশীর সন্তানরা মুম্বইতে ফেরার পর সান্তাক্রুজে শেষকৃত্য সম্পন্ন হয় বলিউডের ওই জনপ্রিয় অভিনেতার।