Shiboprasad Mukherjee: `অশ্লীল` ট্রোলের শিকার শিবপ্রসাদ, AI দিয়ে স্ত্রীর ছবি বিকৃতি! পুলিসের দ্বারস্থ পরিচালক...
Shiboprasad Mukherjee: একাধিক স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। সেই স্ক্রিনশটে দেখা যায় শিবপ্রসাদকে অশ্লীল ভাষায় আক্রমণ করছে একদল ট্রোলার। বাদ জাননি স্ত্রীও। AI দিয়ে বিকৃত ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে নেটপাড়ায়। এবার থানায় হাজির পরিচালক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অশ্লীল ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। কখনও ছবি পোস্ট করে, কখনও আবার ছবি বানিয়েও কটাক্ষে জেরবার হতে হয় তারকাদের। এবার সেরকমই অশ্লীল কটাক্ষের শিকার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। এমনকী এই বিষয়ের বিরোধীতা করে ট্রোলারদের শিকার হয়েছেন পরিচালকপত্নী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেনও (Zinia Sen)। AI দিয়ে তৈরি বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার থানায় অভিযোগ দায়ের করলেন পরিচালক।
আরও পড়ুন- Ajith Kumar Accident: ভয়ংকর দুর্ঘটনা! ১৮০ কিমি বেগে গাড়ি নিয়ে ধাক্কা দক্ষিণী নায়ক অজিতের...
মঙ্গলবার আচমকা শিবপ্রসাদকে আক্রমণ করে একদল ব্যক্তি, যারা সুপারস্টার দেবের ফ্যান (Dev's Fan)। একাধিক স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। সেই স্ক্রিনশটে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ এখানেই শেষ নয়। অশ্লীলভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)