নিজস্ব প্রতিবেদন: ফের আইনি জটিলতায় ফাঁসলেন শিল্পা শেঠি, তাঁর বোন ও মা। যেটা আদালত পর্যন্ত গড়িয়েছে। জানা যাচ্ছে এক অটো মোবাইল সংস্থার কাছ থেকে নেওয়া শিল্পার বাবার সুরেন্দ্র শেঠির নেওয়া পুরনো ২১ লক্ষ টাকা ঋণের কারণেই এই সমস্যায় পড়েছেন শিল্পা শেঠির পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে ২০১৫ সালে 'পরহাদ অমরা' নামে একটি সংস্থার থেকে এি ২১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি। যে টাকার চেক সুরেন্দ্র শেঠির কোম্পানির নামে দেওয়া হয়েছিল। এই ঋণের জন্য ১৮ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ছিল। ঋণ শোধ করার আগে ২০১৭ সালে অক্টোবর মাসে মৃত্যু হয় শিল্পা শেঠির বাবা সুরেন্দ্র শেঠির। 'পরহাদ অমরা'র দাবি সুরেন্দ্র শেঠির মৃত্যুর পর শিল্পার মা সুনন্দা শেঠি, শিল্পা শেঠি কিংবা তাঁর বোন সমিতা শেঠি, কেউই এই ঋণ শোধের চেষ্ঠা করেননি। অথচ শিল্পার বাবা সুরেন্দ্র শেঠির কোম্পানির মালিকানা তাঁদের নামেও রয়েছে। ২০১৭ সালে ২৪ এপ্রিল প্রথম শিল্পার পরিবারকে আইনি চিঠি পাঠানো হয়। মুম্বইয়ের মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালতে ভারতীয় দণ্ডবিধির ১৫৬ ধারায় মামলা করা হয়। ২৬ অক্টোবর ২০১৭ সালে প্রথম মামলা দায়ের করা হয়। 


আরও পড়ুন-'প্রাক্তন' পাওলির মুখোমুখি আবির




'পরহাদ অমরা' নামে ওই সংস্থার বক্তব্য গত বছর ৮ ডিসেম্বর মামলার প্রথম শুনানি ছিল। তবে শিল্পা শেঠির পরিবারের তরফে কেউই কোর্ট উপস্থিত থাকেননি। পরে আদালতের নির্দেশে ফের ভারতীয় দণ্ডবিধির ২০২ ধারায় মামলা করা হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। 


আরও পড়ুন-পৈত্রিক সম্পত্তির মালিকানার দাবিতে বোনের বিরুদ্ধে আদালতে অমৃতা সিং