নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে শ্যুটিং বন্ধ, ফলে আপাতত বাড়িতেই রয়েছেন শিল্পা শেঠি। ফলে স্বামী রাজ কুন্দ্রা এবং দুই সন্তান ভিয়ান এবং সমীশার সঙ্গে পুরোদমে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী।  কিন্তু লকডাউনের জেরে বাড়িতে সময় কাটানোর মাঝে স্বামী রাজের সঙ্গে গণ্ডগোল শুরু হল শিল্পার! সম্প্রতি এমনই আভাস দেন অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন : ​দিব্যা ভারতীর মৃত্যু নিয়ে মুখ খুললেন, কী বললেন সাজিদের দ্বিতীয় স্ত্রী ওয়ার্ধা!


বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে।  সম্প্রতি রাজ-শিল্পা মজা করে একটি ভিডিয়ো শেয়ার করেন।  যেখানে দুজনের ঝগড়ার বেশ কয়েকটি ঝগড়ার দৃশ্যকে দৃশ্যায়ন করা হয়। শুধু তাই নয়, বর্তমান যুগের মহাভারত যেকোনও সময় কারও বাড়িতেই শুরু হতে পারে বলেও আভাস দেন শিল্পা। তবে এই মহাভারতের নারদ হিসেবে ভিয়ানকেই দেখানো হয়। যদিও পুরোটাই মজার ছলে শেয়ার করেন রাজ-শিল্পা। 


 


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 


তবে ওই ভিডিয়োর পাশাপাশি শিল্পা এও জানান, যে কোনও বিষয় বিশ্বাসের আগে গোটা ঘটনা জেনে নেওয়া উচিত।  না হলে স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনও সময় ঝামেলা ঝঞ্ঝাট শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন শিল্পা।