নিজস্ব প্রতিবেদন: রাজকুন্দ্রার জেল হেফাজতের পর নিজের সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জানিয়েছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) । এবার সকলের সামনে আসতে চলেছেন অভিনেতা । পর্নকাণ্ডে অভিযুক্ত তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra), তাঁর গ্রেফতারির পর থেকে মুখ খোলেন নি শিল্পা। রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে ছিলেন ছিলেন তিনি,Super Dancer 4 এর শুটিংও বন্ধ করে দেন। তাঁর বদলে এন্ট্রি নেন সোনালি বেন্দ্রে। প্রায় এক মাস পর জনসমক্ষে আসতে চলেছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শোনা যাচ্ছে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেতা। We for India, একটি ফান্ডরেজারের ক্যাম্পে থাকবেন তিনি। অতিমারিতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্তরের মানুষ। শোনা যাচ্ছে করোনায় ত্রাণ সংগ্রহের জন্য এই ফান্ডরেজার ক্যাম্পের আয়োজন। এই ক্যাম্পে বলি তারকাদের পাশাপাশি দেখা যাবে ইন্টারন্যাশনাল স্টারদেরও। বলিউডের নামি তারকারা যেমন সইফ আলি খান, সারা আলি খান, করণ জোহর,পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর, দিয়া মির্জা থাকবেন। রাজকুমার রাও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন। 


আরও পড়ুন:Bollywood: ফের স্বজন পোষণের অভিযোগ বি টাউনে, বিয়ের পর Adityaর ছবিতে ক্যাটরিনার বদলে Yami


সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় ফেসবুকে তিন ঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধ এবং ICU ইউনিটের ব্যবস্থা করা হবে। টিকা কেন্দ্রগুলিতেও পাঠানো হবে বেশ কিছুটা অনুদান। রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে গ্রেফতার হওয়ার প্রায় এক মাস পর হতে চলেছে এই ইভেন্ট। তাঁর স্ত্রী অভিনেতা শিল্পা শেট্টি স্বামীর গ্রেফতারির পর থেকেই আলোচনার বাইরে ছিলেন। তিনি তাঁর রিয়েলিটি শো Super Dancer 4 থেকেও বিরতি নিয়েছিলেন।



সোমবারই ফের নয়া আইনি জটিলতায় ফেঁসেছেন শিল্পা (Shilpa Shetty) ও তাঁর মা সুনন্দা শেট্টি (Sunanda Shetty)।  এবার তাঁদের বিরুদ্ধে দায়ের হল প্রতারণার মামলা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, একাধিক জায়গায় এই ফিটনেস সেন্টারের শাখা খোলার নামে কোটি কোটি টাকা আত্মাসাৎ করেছেন। 'আইওসিস ওয়েলনেস সেন্টার'-এর একাধিক শাখা খোলার কথা থাকলেও আদপে তা খোলা হয়নি। অথচ তার জন্য কোটি টাকা নিয়েছিলেন শিল্পা শেট্টি ও সুনন্দা শেট্টি। 


এর আগে পর্নকাণ্ডে অভিনেতা নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি জানিয়েছিলেন। সন্তানের কথা মাথায় রেখেই তিনি সকলকে অনুরোধ করেন, তাঁর পরিবারের প্রাইভেসি যেন বজায় রাখতে দেওয়া হয়। রাজ কুন্দ্রা প্রসঙ্গে তাঁর মত “আমি এখনও কোনো মন্তব্য করিনি আর সেটা আমার সিদ্ধান্ত, এই ক্ষেত্রে আমি সেটাই করে যাবো।’ তিনি এও জানান তাঁর মুম্বই পুলিশ এবং ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে, সঠিক বিচার হবে। এখন এই অনুষ্ঠানে তিনি পর্নকাণ্ড নিয়ে মুখ খোলেন কিনা সেটাই দেখার।