নিজস্ব প্রতিবেদন : শীতের শহরে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন রাজ কুন্দ্রা। শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন শিল্পার শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। যেখানে ভোর ৬টায় রাস্তায় বেরিয়ে পড়েন রাজ। ছেলে ভিয়ানকে নিয়ে ভোরবেলায় বেরিয়ে অসহায়, গৃহহীন মানুষদের সাহায্য করেন রাজ। ছেলেকে নিয়ে ওই গৃহহীন মানুষের কম্বল দিয়ে সাহায্য করেন শিল্পার শিল্পপতি স্বামী। 


দেখুন...


 



শিল্পার স্বামী বলেন, মাথার উপর ছাদ, প্লেটে অনায়াসে খাবার নিয়ে কখনও অসহায় মানুষদের দুঃখ, দুর্দশা অনুভব করা যায় না। সেই কারণেই ছেলেকে নিয়ে ভোর ৬টায়  বেরিয়ে রাস্তার অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাঁরা। সমস্ত প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে গৃহহীন মানুষরা কীভাবে জীবনযাপন করেন, তা বোঝার জন্যই ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বলেও জানান রাজ কুন্দ্রা।


আরও পড়ুন  : কণ্ঠরোধ নয়, প্রজাতন্ত্র দিবসে বার্তা Mimi-র


এদিকে রাজ কুন্দ্রা এবং ভিয়ানের ওই ভিডিয়োতে শিল্পা শেট্টিকে দেখা যায়নি। লকডাউন ওঠার পর শিল্পা বর্তমানে ছোট্ট সমীশাকে নিয়ে ব্যস্ত। ভিয়ান এবং সমীশাকে নিয়ে বর্তমানে শিল্পা শেট্টি ব্যস্ত বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, সারোগেসির মাধ্যমেই জন্ম হয় শিল্পা-রাজের মেয়ে সমীশার।