জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস সিজন ১১ বিজয়ী শিল্পা শিন্ডে (Shilpa Shinde)। ছোট পর্দার অভিনেতাদের পাশে না থাকার জন্য CINTAA (সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন) এর তীব্র সমালোচনা করেছেন। ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় (Yeh Rishta Kya Kehlata Hai)। তারই দুজন অভিনেতা শেহজাদা ধামি (Shehzada Dhami) এবং প্রতীক্ষা হোনমুখের (Pratiksha Honmukhe) সঙ্গে প্রযোজক রাজন শাহি চুক্তি বাতিল করেছেন। জানা গিয়েছে, টিভি শোটিতে শেহজাদা আরমানের ভূমিকায় এবং প্রতীক্ষা রুহির ভূমিকায় অভিনয় করছিলেন। কিন্তু অভিনেতাদের অ-পেশাদার আচরণের জন্য তাঁদেরকে শো থেকে বের করে দেওয়া হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা এই ঘটনায় সরব হন। তিনি বলেছেন যে শেহজাদা এবং প্রতীক্ষাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি অন্যায় এবং বাজে। তিনি বলেন, 'আপনি একজন CINTAA সদস্য হন যাতে আপনি অন্যদের নিয়ন্ত্রণ করতে পারেন। শিল্পী সমিতি শুধুমাত্র অন্য শিল্পীদের নিষিদ্ধ করে। আপনি কি কখনও শুনেছেন যে একজন প্রযোজক নিষিদ্ধ হয়েছেন?'


আরও পড়ুন:Sanjay Dutt: কঙ্গনা-গোবিন্দার পর এবার রাজনীতিতে সঞ্জয়! কোন দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন অভিনেতা?


প্রাক্তন 'ভাবি জি' শিল্পা শিন্ডে আরও বলেন যে, 'শিল্পী যারা সমস্যা তৈরি করে তারা এখনও কাজ করছে এবং যারা আসলে অন্যদের শোনেন এবং সম্মান করেন তারা অন্যদের দ্বারা 'ভয় পান' বলে ভুল বোঝা যায়। আমার ক্ষেত্রে, আমি কিছু ভুল করিনি। যখন CINTAA আমার বিরুদ্ধে গিয়েছিল তখন আমাকে আমার দৃষ্টিভঙ্গি সবাইকে জানাতে হয়েছিল। মাফিয়াগিরি চলছে। এই ইন্ডাস্ট্রিতে একজন শিল্পীর পাশে কেউ থাকে না।'


ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর চুক্তিতে নো-অ্যাফেয়ার ক্লজ যুক্ত করার নির্মাতাদের সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেন। অভিনেত্রী বলেন, 'এর আগে কী সেটে অভিনেতারা প্রেমে পড়েনি। আমি তো এ-ও শুনেছি যে প্রযোজকরা অভিনেতাদের সম্পর্কে থাকা নিয়ে খুব খুশি হত। কারণ এতে শো-এর খবর নিউজে দেখাত।'


'ভাবি জি ঘর পর হ্যায়'-র প্রাক্তন 'অঙ্গুরি ভাবি' চরিত্রে অভিনয় করার পর থেকে শিল্পা লাইমলাইটে আসে। এরপর তিনি বিগ বস সিজন ১১-এ অংশগ্রহণ করেছিলেন। যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)