অনসূয়া বন্দ্যোপাধ্যায়: শহরের এক মলে এক ছাদের তলায় তারকারা। উপলক্ষ্য বাংলা সিনেমার সেলিব্রেশন উইথ শবর। আসলে শেষ কয়েক সপ্তাহে বক্স অফিস রিপোর্ট দেখলে চিত্রটা পরিস্কার হবে। বাংলা ছবির দর্শক প্রতিটি প্রেক্ষাগৃহে ছবি দেখতে ভিড় জমিয়েছেন। হাউজফুল হয়েছে ‘কিশমিশ’, ‘অপরাজিত’, ‘বেলাশুরু’-র একাধিক শো। প্রাণ ফিরেছে ইন্ডাস্ট্রিতেও। এবার তার রেশ ধরেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নতুন ছবি ‘তীরন্দাজ শবর’ মুক্তি পেল। শহরের এক মলে হল ছবির প্রিমিয়ার, সেখানেই হাজির একঝাঁক তারকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: Exclusive: "আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন নই", টলিপাড়ায় পর পর মৃত্যুতে কী বলছে ইন্ডাস্ট্রি?


মাঝে পাক্কা চার বছরের অপেক্ষা। ‘তীরন্দাজ শবর’ দেখতে সপরিবারে হাজির হলেন শাশ্বত চট্টোপাধ্যায়, ‘এই শবর অনেক পরিণত। ছবির একদম শেষে একটি চমক রেখেছেন অরিন্দম’ যা বেশ ভাল লেগেছে শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee), জি ২৪ ঘণ্টাকে জানান অভিনেতা। ছবি দেখে বেরিয়ে আপ্লুত শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়ও। শাশ্বতকে জড়িয়ে অনুভূতি মেলে ধরলেন শবরের স্রষ্টা। এই শবরে অ্য়াকশন কম, যথাযথ পর্দায় তুলে ধরেছেন অরিন্দম, মত শীর্ষেন্দুর।


আরও পড়ুন: Model Bidisha De Majumder Death: ৩ দিন জামশেদপুরের হোটেলে অনুভবের সঙ্গেই ছিলেন বিদিশা, Zee ২৪ ঘণ্টায় অকাট্য প্রমাণ!


পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) বেশ খুশি। তাঁর মতে এটি বাংলা সিনেমার জয়। জি ২৪ ঘণ্টাকে পরিচালক জানান ‘এত দিন যে আন্দোলন চলছিল, তাকে যদি আন্দোলন বলা চলে, তবে সেই আন্দোলনের জয় হয়েছে।আমরা নতুন নতুন কনটেন্ট বানাতে থাকব, শুধু দর্শককে এইভাবেই দায়িত্ব নিতে হবে হলে এসে ছবি দেখার, আর তাঁরা সেটা করছেন। যেভাবে তাঁরা অন্য ভাষার ছবিকে দূরে সরিয়ে বাংলা ছবিকে আঁকড়ে ধরেছেন তা অভাবনীয়, আমি সকলকে কুর্নিশ জানাই।’



শবরের সঙ্গে তাঁর অ্যাসিস্ট্যান্ট শুভ্রজিতও হাজির ছিলেন প্রিমিয়ারে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার এবং নাইজেল আকারা। ছবি দেখে  খুশি তাঁরাও। সপরিবারে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষও। দর্শকের সাড়া পেয়ে উচ্ছ্বসিত তিনিও। টানটান থ্রিলার দেখতে হাজির হচ্ছেন দর্শক, তা দেখেই নিজেকে ‘হ্যাপি ম্যান’ আখ্যা দিলেন বিক্রম ঘোষ (Bickram Ghosh)। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)