ওয়েব ডেস্ক: আজকের দিনে সব ছবির মুক্তির আগেই প্রায় শুরু বিতর্ক। সে শাহিদ কাপুরের উড়তা পাঞ্জাবই হোক অথবা রণবীর কাপুরের অ্যায় দিল হ্যায় মুশকিল। সব ছবি ঘিরেই হয় আগে এক চোট বিতর্ক। এবার সেই বিতর্ক থেকে দূরে থাকতে পারল না অজয় দেবগনের ছবি শিবায়ও। শোনা যাচ্ছিল, শিবায় ছবির কিছু বিশেষ দৃশ্য নাকি বাদ দেওয়ার কথা বলেছে সেন্সর বোর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে


কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। কারণ, ছবির পরিচালক স্বয়ং অজয় দেবগন বলছেন, শিবায়ের স্ক্রিনিংই নাকি এখনও হয়নি। এটা স্রেফ গুজব। এই খবরের কোনও সত্যতা নেই এমনটাই জানিয়েছেন বলিউডের সিংহম। তা বলে অবশ্য শিবায় বিতর্ক থেকে এখনই রেহাই পাচ্ছে না।


আরও পড়ুন  জানেন আমাদের কোটি টুইটে সবথেকে বেশি কোন খাবারের নাম থাকে?