জানেন আমাদের কোটি টুইটে সবথেকে বেশি কোন খাবারের নাম থাকে?

একটা মজার, দুর্দান্ত, ভালোলাগার এবং কাজের তথ্য দিই। যে তথ্যটা বেশ স্বাস্থ্যকরও বটে! আজকের এই আধুনিকতার যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের দেশে অনেকটাই। আমারা তো সারাক্ষণই ফেসবুক, ট্যুইটারে সময় কাটাই। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন, টুইটারে যে পোস্টগুলো করা হয়, তাতে কোন খাবারের কথা সবথেকে বেশি করে বলা থাকে?

Updated By: Oct 17, 2016, 06:17 PM IST
 জানেন আমাদের কোটি টুইটে সবথেকে বেশি কোন খাবারের নাম থাকে?

ওয়েব ডেস্ক: একটা মজার, দুর্দান্ত, ভালোলাগার এবং কাজের তথ্য দিই। যে তথ্যটা বেশ স্বাস্থ্যকরও বটে! আজকের এই আধুনিকতার যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের দেশে অনেকটাই। আমারা তো সারাক্ষণই ফেসবুক, ট্যুইটারে সময় কাটাই। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন, টুইটারে যে পোস্টগুলো করা হয়, তাতে কোন খাবারের কথা সবথেকে বেশি করে বলা থাকে?

আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে

ভাবেননি তো? কিন্তু এটা নিয়ে ভেবেছেন আটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা প্রায় ৮০ মিলিয়ন ট্যুইটের উপর পরীক্ষা করে দেখেছেন, মানুষ যে খাবারের নাম দিয়ে টুইট করেন, তার সবথেকে বেশিটা হল কফি! হ্যাঁ, আমাদের টুইটের সিংহভাগই থাকে কফির। দ্বিতীয় স্থানে রয়েছে বিয়ার। আর তৃতীয় স্থানে রয়েছে পিজ্জা। কিন্তু এগুলো কোনওটাই পুষ্টিকর নয়। প্রথম ১০-এ থাকা একমাত্র খাবারের নামটা হল চিকেন! পড়ে কী মজা লাগলো না?

আরও পড়ুন  সতীর্থ ক্রিকেটারকে দলের টিউমার বললেন তাঁর অধিনায়ক!

.