নিজস্ব প্রতিবেদন : জামিন পেলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (SVF) অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতার জামিনের খবরে খুশি তাঁর শুভানুধ্যায়ীরা। জামিন পাওয়ার পর আগামী বুধবার শ্রীকান্ত মেহতা কলকাতায় এসে পৌঁছবেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, ২০১৯ সালে গ্রেফতারির পর থেকে ভুবনেশ্বর জেলেই বন্দি ছিলেন শ্রীকান্ত মোহতা।


আরও পড়ুন : নিখিলের সঙ্গে ভাঙছে সম্পর্ক? মুখ খুললেন Nusrat Jahan


চিটফান্ড মামলায় ২০১৯ সালে গ্রেফতার করা হয় শ্রীকন্ত মোহতাকে। রোজভ্য়ালি চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরার সময় উঠে আসে এফভিএফের অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতার নাম। এরপরই শ্রীকান্ত মোহতাকে (Shrikant Mohta) ডেকে পাঠানো হয় সিবিআইয়ের তরফে। জেরার সময় শ্রীকান্ত মোহতা সব নথি জমা দেননি। পাশাপাশি শ্রীকান্ত মোহতা বেশ কিছু তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও খবর পাওয়া যায়। সিবিআইয়ের জেরার সময় একের এক অসম্পূর্ণ তথ্য এবং বক্তব্যে অসঙ্গতির জেরেই শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় শ্রীকান্ত মোহতাকে।