Shweta Tiwari: `পলক একের পর এক প্রেম করছে, আমি প্রতিবছরই বিয়ে করছি`, বিস্ফোরক শ্বেতা...
Ibrahim-Palak Relationship: সইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। এখনও বলিউডে অভিষেক ঘটেনি তাঁর। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম। সত্যিটা জানালেন পলকের মা শ্বেতা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফপুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্বেতাকন্যা পলক তিওয়ারি (Palak Tiwari), এই খবরে সরগরম বলিউড। সইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। এখনও বলিউডে অভিষেক ঘটেনি তাঁর। তারকা সন্তান হওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম। মেয়ে পলকের প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও মুখ খুলেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে শ্বেতা তিওয়ারি বলেন, “এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। চলতি বছরে উপলদ্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে। এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেন বিরক্ত হবো? ইন্টারনেট অনুযায়ী, পলক যেকোনও তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেম করছে। আমি প্রতিবছরই বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে আগ্রহী নয়, তখন এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি হয়। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর, এটি আমাকে প্রভাবিত করে না।”
মেয়ে পলক তিওয়ারি যখন ট্রোলের শিকার হন, তখন মা হিসেবে চিন্তিত থাকেন শ্বেতা তিওয়ারি। তবে শ্বেতার দাবি যে পলক এসব বিষয় সামাল দেওয়াও শিখে গেছে। শ্বেতা তিওয়ারি বলেন, “মাঝে মাঝে ভয় হয়। পলক দেখতে যেমনই হোক না কেন, সে খুব নিরীহ, সে কখনো মানুষের কথা ফিরিয়ে দিতে পারে না।”
শ্বেতা তিওয়ারি মেয়ের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করলেও পলকের বাবা রাজা চৌধুরী বিপরীত মন্তব্য করেছিলেন। অভিনেতা বলেন যে‘এই সময়ের ছেলে-মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম। তাদের যা ভালো লাগে, তাতেই আমি খুশি। সে (পলক) খুশি থাকলে আমিও খুশি; সে খারাপ থাকলে আমিও ভালো থাকি না।’
প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাচ্ছেন পলক। ঠিক তখন ফটোসাংবাকিকদের দেখে মুখ লুকিয়ে ফেলেন তিনি। সম্প্রতি মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন পলক। একইসময়ে মলদ্বীপে গিয়েছিলেন ইব্রাহিমও। একসঙ্গে ছবি পোস্ট না করলেও তাঁদের ছবি দেখেই বোঝা যাচ্ছে যে একসঙ্গেই গিয়েছিলেন তাঁরা। ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেন বিশাল মিশ্রা। তা ছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে। অন্যদিকে রকি অউর রানি প্রেম কাহানি ছবিতে অ্য়াসিস্টান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন ইব্রাহিম। খুব শীঘ্রই অভিনেতা হিসাবে ডেবিউ করবেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)